শনিবার (১৮ ফেব্রুয়ারি ২০২৩) সকাল ১০ টায় জেলা পুলিশের তত্ত্বাবধানে পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ, কুষ্টিয়া কেন্দ্রে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে চাকুরির লক্ষ্যে পরীক্ষার্থীদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। উক্ত লিখিত পরীক্ষায় ৩৪০ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করেন এবং ১ জন পরিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। চাকরি নয় সেবা এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নিয়োগ প্রক্রিয়ার সকল ধাপে কার্যক্রম চালু আছে।
পুলিশ সুপার কুষ্টিয়া মো: খাইরুল আলম কুষ্টিয়া জেলার ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। কুষ্টিয়া জেলা হতে পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে এ বছর ৬৩ জন পুরুষ এবং ১১ জন নারীসহ সর্বমোট ৭৪ জনকে নিয়োগ দেওয়া হবে। প্রথম দিনে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হয়। উক্ত পরীক্ষায় প্রথম দিনে ১৪৫২ জন পুরুষ প্রার্থী অংশ গ্রহণ করেন এবং তারমধ্যে ১০৯১ জন উত্তীর্ণ এবং ২২০ নারী প্রার্থী অংশ গ্রহণ করেন এবং তারমধ্যে ৬৬ জন উত্তীর্ণ হয়। প্রথম দিনে উত্তীর্ণ প্রার্থীগণ ২য় দিনের নির্ধারিত নির্ধারিত ফিল্ড পর্যায়ে পরীক্ষার জন্য যোগ্য হিসেবে বিবেচিত হন।
অত:পর দ্বিতীয় দিনের নির্ধারিত ফিজিক্যাল এনডিউরেন্স টেস্ট সমূহ যথাক্রমে ২০০ মিটার দৌড়, পুশ আপ, লং জাম্প ও হাই জাম্প পরীক্ষায় ১০৯১ জন পুরুষ প্রার্থী অংশ গ্রহণ করেন এবং তারমধ্যে ৩২৪ জন উত্তীর্ণ এবং ৬৬ নারী প্রার্থী অংশ গ্রহণ করেন এবং তারমধ্যে ৩১ জন উত্তীর্ণ হয়।
ফিজিক্যাল এনডিউরেন্স টেস্টের তৃতীয় বা সমাপনী দিনে শারীরিক সক্ষমতা যাচাইয়ের নির্ধারিত পরীক্ষা সমূহ যথাক্রমে ১৬০০ মিটার পুরুষ এবং ১০০০ নারীদের দৌড়, ড্রাগিং ও রোপ ক্লাইম্বিং পরীক্ষায় ৩২৪ জন পুরুষ প্রার্থী অংশ গ্রহণ করেন এবং তারমধ্যে ৩১০ জন উত্তীর্ণ এবং ৩১ জন নারী প্রার্থী অংশ গ্রহণ করেন এবং তারমধ্যে ৩১ জন উত্তীর্ণ হয়। এ ছাড়াও আগামী ২৭ ফেব্রুয়ারি মনস্তাত্বিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম পুলিশ লাইন্স মাঠে উপস্থিত পরীক্ষা বোর্ডের সদস্য, পরীক্ষার কাজে সহায়তার জন্য নিয়োজিত পুলিশ সদস্যবৃন্দ ও ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে চাকরি পাওয়ার জন্য আগত পরীক্ষার্থীদের উদ্দেশ্যে ব্রিফিং প্রদান করেন। পুলিশ সুপার কুষ্টিয়া এ সময় স্পষ্ট ভাবে বলেন, এবারের নিয়োগের কার্যক্রম অত্যন্ত স্বচ্ছভাবে করা হচ্ছে, কারোর কাছে তদবির করার জন্য যাওয়া লাগবে না; কারো কোন সুপারিশ লাগবে না। যাদের যোগ্যতা আছে অর্থাৎ যারা নির্ধারিত পরীক্ষায় ভালো করবে, শুধুমাত্র তাদেরকেই পুলিশ কনস্টেবল পদে চাকরি দেওয়া হবে। তাই কেউ যেন চাকরি পাওয়ার আশায় টাকা দিয়ে দালালের খপ্পরে না পড়েন এ বিষয়টিও পুলিশ সুপার পরীক্ষার্থীদের সতর্ক করেন। পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম আরো বলেন, কুষ্টিয়া জেলায় পুলিশ কনস্টেবল পদে চাকরি পেতে কোন টাকা লাগবে না।
কুষ্টিয়া জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষার সকল কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পাদনের লক্ষ্যে ব্রিফিং প্যারেডে প্রধান অতিথি পুলিশ সুপার কুষ্টিয়া মো: খাইরুল আলম তার বক্তব্যে নিয়োগ ডিউটিতে নিয়োজিত দায়িত্বপ্রাপ্ত সকল পুলিশ সদস্য ও পরীক্ষার্থীদের উদ্দেশ্যে আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ এবং “জনগনের পুলিশ” হওয়া ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নের্তৃত্বে ২০২৫ সালের মধ্যে “মধ্যম আয়ের দেশ” এবং ভিশন-২০৪১ পূরণের মাধ্যমে “স্মার্ট বাংলাদেশ” গড়ে তুলার প্রত্যয়ে বিদ্যমান কনস্টেবল পদের নিয়োগ আধুনিকায়ন করেছে বাংলাদেশ পুলিশ। তিনি রিক্রুটমেন্টের দায়িত্ব পালনকারী কুষ্টিয়া জেলা পুলিশ সদস্যদের সততা, নিষ্ঠা, আন্তরিকতা ও পেশাদারিত্বের সহিত দায়িত্ব পালন করতে নির্দেশনা প্রদান করেন। পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম এ সময় আরো বলেন, এবারের টিআরসি নিয়োগ ২০২৩ হবে সচ্ছ, নিরপেক্ষ এবং দূর্নিতীমুক্ত। যে সকল প্রার্থী প্রতিটি পরীক্ষায় ভাল করবে এবং শারীরিকভাবে সক্ষম, যোগ্য ও মেধাবী ; শুধুমাত্র তারাই যোগ্যতার ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত হবেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন ড. মো: মঞ্জুরে আলম প্রামানিক, এআইজি (ডেভেলপমেন্ট), পুলিশ সদর দপ্তর, ঢাকা, বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ বোর্ডের সদস্যবৃন্দ, মেডিকেল অফিসারদ্বয়, মাঠ পর্যায়ের কাজে সহায়তাকারী পুলিশ সদস্যবৃন্দ ও টিআরসি পদের পরীক্ষার্থীবৃন্দ প্রমুখ।