মোঃ রবিউল ইসলাম হৃদয় :কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের পিকনিকের গাড়ি নাটোর জেলার গ্রিন ভ্যালি পার্ক থেকে শিক্ষা সফর শেষে ফেরার পথিমধ্যে কুষ্টিয়া থেকে বাসের দিকে ইট পাটকেল ছুরে মেরেছে কয়েকজন দূর্বৃত্তরা।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারী) আনুমানিক রাত ১০ টার সময় কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল সেনের চাতাল নামক এলাকায় এই ঘটনা ঘটে।
এঘটনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের শিক্ষক আব্দুল হালিম দূর্বৃত্তের ছোড়া ইটের আঘাতে আহত হয়। পরে বাসে থাকা শিক্ষা সফরে যাওয়া শিক্ষার্থীরা কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে প্রতিবাদ জানিয়েছে।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের লেকচারার মিঠুন বৈরাগী জানান, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ থেকে সকালে নাটোর জেলার গ্রিন গ্যালি পার্কে শিক্ষা সফরে গিয়েছিলো। সারাদিন শিক্ষা সফর শেষে বিশ্ববিদ্যালয়ে ফেরার পথে কুষ্টিয়া বটতৈল এলাকা থেকে কয়েকজন শিক্ষা সফরের বাসকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ইটের আঘাতে আহত হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া হাইওয়ে থানার (ওসি) জানান, শিক্ষা সফর থেকে ফেরার পথে কুষ্টিয়া বটতৈল এলাকা থেকে শিক্ষা সফরের বাস লক্ষ্য করে দূর্বৃত্তরা ইট ছুড়ে মারেছে। ইটের আঘাতে ইবির একজন শিক্ষকের মাথায় আঘাত লেগে রক্তাক্ত হয়েছে। শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছিলেন। পরে কুষ্টিয়া মডেল থানা পুলিশ, ডিবি সহ আমরা শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক অবরোধ বন্ধ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে এসেছি। স্থানীয় এলাকায় দূর্বৃত্তদের পরিচয় জানার জন্য প্রত্যেকটি চায়ের দোকানে জিজ্ঞাসাবাদ চলছে।