আজ ১২ই ফেব্রুয়ারী, ২০২৩ ইং কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়াল এলাকায় এ এস এম জাকারিয়া স্বপন ফাউন্ডেশনের উদ্যোগে এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ডা মোহাম্মদ আতিকুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক জনপ্রিয় ছাত্রনেতা রিজভী হাসান মাহমুদ হীরণ। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের শিক্ষক, সাংবাদিক ও ব্যবসায়ীগণ।
সাবেক ছাত্রনেতা রিজভী হাসান মাহমুদ হীরণ বলেন, ” মানুষ মানুষের জন্য, তীব্র শীত দৌলতপুরে মানুষের কষ্ট অনুধাবন করে এ এস এম জাকারিয়া স্বপন ফাউন্ডেশন শীতার্তদের মাঝে কম্বল বিতরণের উদ্যোগকে সাধুবাদ জানায়, এমন কর্মসূচি মানবতার জয়গানের প্রতিধ্বনি সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ুক, আমি ফাউন্ডেশনের উত্তরোত্তর সফলতা কামনা করি “