মোঃ রবিউল ইসলাম হৃদয় :কুষ্টিয়ায় র্যাবের অভিযানে সর্বরোগের চিকিৎসক ভুয়া এমবিবিএস ডাক্তার আল আমিন (৩৫) নামের এক ব্যক্তি গ্রেফতার হয়েছে৷
রবিবার (১২ ফেব্রুয়ারী) দুপুর ২ টার সময় র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খানের নেতৃত্বে কুমারখালী উপজেলার ছেউড়িয়া কারিগর পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আল আমিন কুষ্টিয়া শহরতলীর হাউজিং ডি-ব্লক এলাকার মহিউদ্দিন বিশ্বাসের ছেলে।
র্যাব সুত্রে জানা যায়, র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এর নেতৃত্বে র্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, আল আমিন নামের এক ব্যক্তি এমবিবিএস ডাক্তার পরিচয় ব্যবহার করে নাক, কান, গলা রোগ বিশেষজ্ঞ ও সার্জন সহ যাবতীয় রোগের চিকিৎসা প্রদান করে আসছেন।এরই ধারাবাহিকতায় র্যাবের একটি বিশেষ অভিযানিক দল ভুয়া ডাক্তার আল আমিনের ফার্মেসির দোকান ও চেম্বার ছেউড়িয়া কারিগরঅয়াড়ায় অভিযান পরিচালনা করেন। এসময় তার নিকট ডাক্তারি ডিগ্রির কোন বৈধ কাগজপত্র না থাকায় তাকে গ্রেফতার করে র্যাব।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে কুষ্টিয়া কুমারখালী থানায় প্রতারনার মামলা দায়ের করে তাকে থানায় সোপর্দ করেছে র্যাব।
এবিষয়ে র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান জানান, এই ধরণের প্রতারক চক্রের সক্রিয় সদস্যদের বিরুদ্ধে অভিযান সচল রেখে প্রতারক মুক্ত সমাজ গঠনে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া বদ্ধপরিকর। র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া’কে তথ্য দিন মাদক, অস্ত্র ও জঙ্গীমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।