আছানুল হকঃ কুষ্টিয়া দৌলতপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের গোয়াল গ্রাম পালপাড়া ঈদগাহ ময়দান চত্বরে জাতীয় পার্টির আয়োজনে মতবিনিময় ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকাল ৪ টার সময়, বোয়ালিয়া ইউনিয়ন জাতীয় পার্টির নেতা মতিয়ার রহমান মাস্টারের এর সভাপতিত্বে ও জাতীয় ছাত্র সমাজ দৌলতপুর উপজেলা শাখার সভাপতি শাহাজাদার সঞ্চালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শাহরিয়ার জামিল জুয়েল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন পেয়ার, সমাজ কল্যান বিষয়ক সম্পাদক আবু হানিফ, দৌলতপুর উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক আবু বক্কর, যুব সংহতির সাধারণ সম্পাদক নূরুন নবীন, সাংগঠনিক সম্পাদক বদরুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ , আদাবাড়ীয়া ইউনিয়ন নেতা ফারুক হোসেন, মাহাবুব ইসলাম ,বোয়ালিয়া ইউনিয়ন জাতীয় পার্টির নেতা আবু বক্কর বিশ্বাস, আয়নাল হক, দবির বিশ্বাস।
এ সময় প্রধান অতিথি শাহরিয়ার জামিল জুয়েল বলেন, জাতীয় পার্টি সকল সময় মানুষের কল্যানে কাজ করেছে। আজও মানুষ জাতীয় পার্টির উন্নয়ন ভোগ করছে। দুই সরকার উন্নয়ন করছে কিন্তু আপনারা লক্ষ করবেন ১ টাকায় যে উন্নয়ন করা সম্ভব তা তারা করছেন ১০ টাকা খরচে। কেন হচ্ছে তা আপনারা বুঝতে পারছেন। জাতীয় পার্টির উন্নয়ন এমন ছিল না। দেশকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় এগিয়ে নিতে জাতীয় পার্টি কে আগামী নির্বাচনে ভোট দেওয়ার আহ্বান জানান সাবেক খাদ্য প্রতিমন্ত্রী ছেলে শাহরিয়ার জামিল জুয়েল ।