কুষ্টিয়া ক্যাম্পের র্যাব-১, সিপিসি-২ ও র্যাব -১২, সিপিসি-১ যৌথ অভিযানে গতকাল ০৮ ফেব্রয়ারি ২০২৩ ইং তারিখে রাত আনুমানিক ০২:০০ টার সময় ঢাকার বাড্ডা থানাধীন শাহজাদপুর এলাকায় যৌথ অভিযান চালিয়ে কুষ্টিয়া জেলার কুমারখালী থানার প্ললী চিকিৎসকের হত্যা মামলার আসামিকে গ্রেফতার করেন
গ্রেফতারকৃত আসামি কুমারখালী উপজেলার জগন্নাথপুর গ্রামের মকবুল বিশ্বাসের ছেলে মোঃ শুকুর বিশ্বাস।
গত ০৩/০২/২০২২ তারিখে একজন পল্লী চিকিৎসককে হত্যার দায়ে কুমারখালী থানায় ০৩/৩২ নং মামলা রুজু হয়
মামলার ধারা ১৪৩/৪৪৭/৩২৩/৩২৬/৩০৭/৩০২/ ৫০৬(২)/১১৪/৩৪ পেনাল কোড ১৮৬০ পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া জেলার কুমারখালী থানায় হস্তান্তর করা হয়েছে।
কুষ্টিয়ার র্যাব ১২র কোম্পানি কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান সাংবাদিকদের জানান, সাধারণ জনগণ আমাদের পাশে থেকে সন্ত্রাস, অস্ত্র ও জঙ্গী মুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিতে পারেবেন।
স্কোয়াড্রন লীডার কোম্পানী কমান্ডার র্যাব ১২ সিপিসি-১
ফোনঃ ০৭১-৭৩৫০০ ও মোবাইল-০১৭৭৭-৭১১২১১