শিরোনামঃ
মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে জাতির সূর্য সন্তান ও শহীদ বীর মুক্তিযোদ্ধাদের সম্মানার্থে ফুলেল শ্রদ্ধাঞ্জলি নিবেদন বাউফলে গভীর রাতে ক্ষেত থেকে তরমুজ চুরি, নিরাপত্তাহীনতায় চাষিরা পোরশায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন চিরিরবন্দরে নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত। স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে কুষ্টিয়া জেলা ও পৌর স্বেচ্ছাসেবকলীগের ফুলেল শ্রদ্ধাঞ্জলি নিবেদন। চিরিরবন্দরে নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত। স্বাধীনতাবিরোধী অপশক্তি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল-মনোরঞ্জন শীল গোপাল। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব এর স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ শার্শার বাগআঁচড়া দাঃ আঃ শিক্ষা সদনের স্বাধীনতা দিবস ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত। বাগআঁচড়া ডাঃ আফিল উদ্দীন ডিগ্রি কলেজে ২৬শে মার্চের আলোচনা সভা দূয়া অনুষ্ঠিত।

আজ কুষ্টিয়া সাবেক পুলিশ সুপার তানভীর আরাফাত এর শুভ জন্মদিন।

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেটের সময়। বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩

লেখক: সাবেক পুলিশ কর্মকর্তা শহিদুল্লাহ
আজকের এই দিনে মায়ের ঠোঁটের কোণের চাঁদের হাসি হয়ে আপনি এসেছিলেন পৃথিবীতে৷ আপনার আগমনে আপনার মা হয়েছিলেন রত্নগর্ভা আর আপনার পিতা হয়েছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ পিতা৷ জন্মের পর থেকেই পৃথিবীতে আপনি আলো ছড়িয়েছেন, মানুষকে ভালোবেসেছেন নিঃস্বার্থভাবে৷ তারপর একসময় আপনি এসেছিলেন আমাদের অভিভাবক হয়ে আপনি এসেছিলেন আমাদের কাছে আলোকবর্তিকা হয়ে৷ আপনার আগমনে সেদিন এক ঝাঁক শান্তির পায়রা ডানা মেলে উড়ে ছিল আকাশে৷ আপনি জাগিয়ে তুলেছিলেন প্রাণে সজীবতার প্রজ্ঞাময় প্রতিতীর অতুলনীয় ঐশ্বর্য৷ আলোর দ্যূতিতে যখন চারিদিক সমুজ্জ্বল ঠিক তখনই ঘনিয়ে এলো আপনার বিদায় লগ্ন তপনহীন তমসার নিশিকে সাথে করে৷ আপনাকে দিতে এসে আমাদের বুকের মাঝে সাজান শব্দগুচ্ছকে আমরা হারিয়ে ফেলেছিলাম৷ এক বুক ব্যথা নিয়ে গুমরে মরেছি৷ আমাদের চিন্তা চেতনার পুরোহিত ছিলেন আপনি৷ পুলিশ স্হাপনার পূণ্যভূমিকে আপনি নিজ গুনে করেছিলেন আরো পুণ্যময়৷ স্থান করে নিয়েছিলেন সব মানুষের আস্থা আর বিশ্বাসের চেতনায়৷ ন্যায় বিচারের প্রতিফলন ঘটিয়েছেন আপনার মেধা প্রজ্ঞা ও জ্ঞানধারা বর্ষণে৷ আপনার সুচিন্তা ও জ্ঞানের প্রসন্ন প্রভায় আমরা সবাই আলোকিত ছিলাম৷ পুলিশ সুপার হিসেবে আপনি ছিলেন নিরপেক্ষ সাধু যুক্তিতে প্রখর তীক্ষ্ণ শুভ্রবতী সত্য ও সুন্দরের সাধক৷ আইনের ধারক হিসেবে আপনার কীর্তি ও মহান কর্মযজ্ঞ আমাদের আজও সবার গর্বের ধন৷ আপনি আপনার কাছে আসা ভুক্তভোগী বিচারপ্রার্থী এবং আইনশৃঙ্খলা এবং আপনার প্রশাসনের সাথে সম্পৃক্ত আপামর ব্যক্তিবর্গ অধস্তন কর্মকর্তা ও কর্মচারী এবং সহকর্মীদের ভক্তিতে বিশ্বাসে অন্তরে অনুভবে আপনি ছিলেন প্রান প্রতীম৷ আপনার বিদায়ের দিনে আপনি চলে গেছেন শত কীর্তির মঞ্জিলকে পিছনে ফেলে৷ পৃথিবী বড়ই স্বার্থপর, কর্মকে রাখে কর্মীকে নয়৷ হীরক খণ্ড পিছনে ফেলে শূন্য হাতে আপনি বিদায় নিয়েছেন৷ আপনার অভাব আমরা অন্তরে অনুভব করি তীব্রভাবে৷ হয়তো সহসা আপনাকে আমরা ফিরে পাবো না আমাদের মাঝে৷ আপনার বিদায় ছিল সবার বুকে একটি শক্ত আঘাত৷ এ আঘাত তো সহজে শুকাবার নয়৷ শুধু আপনার কর্মই উজ্জল ও স্মরণীয় হয়ে আছে এ অঞ্চলের মানুষের কাছে৷ আপনি চলে গেছেন পিছনে রেখে গেছেন নিবিড় স্মৃতির অাঙ্গিনা৷ নিরুত্তাপ হলদে আলোয় বসে আমরা আপনাকে স্মরণ করি আপনার চলার পথে আমরা নিবেদন করছি আমাদের বিনম্র শ্রদ্ধার পুষ্পস্তবক৷ আপনার কর্মস্হলের আপনার সকল কর্মই আজ স্বার্থক৷ আইনের ধারক-বাহক ও কর্ণধার হয়ে মহিমান্বিত আসনে আসীন হয়ে আপনি যে গুরুভার পরম সার্থকতার সাথে নিষ্পন্ন করে গেলেন তা অজেয় অপরাজেয়৷ এই পুলিশ আঙ্গিনার স্মৃতিতে আপনি চিরভাস্বর হয়ে বিরাজ করছেন৷ আপনি আমাদের জন্য মহান সৃষ্টিকর্তার দরবারে দোয়া করুন যেন আমরা সুবিচারের জন্য ব্রতী হয়ে আপনার পদাঙ্ক অনুসরণ করে কর্ম জীবনে সার্থক হতে পারি৷ পরম করুণাময়ের দরবারে আমাদের প্রার্থনা নতুন কর্মস্থলে আপনার আগামী পথ চলা কুসুমাস্তীর্ণ হোক,প্রতিটি পদক্ষেপ সাফল্য মন্ডিত হোক৷ উত্তরোত্তর সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠুক আপনার জীবন৷ আজ আপনার শুভ জন্মদিন আপনার এই শুভ জন্মদিনে এতদিন পৃথিবীর সব ফুল বাগানে যত কুসুম ফুটেছে বা ভবিষ্যতেও ফুটবে সেসব কুসুমের সুরভিত শুভেচ্ছা আপনার করকমলে

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর