মোঃ রবিউল ইসলাম হৃদয় : কুষ্টিয়া দৌলতপুর থানায় অপরাধ দমন ও মামলার সুষ্ঠু তদন্ত, ওয়ারেন্ট তামিল, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৮ ফেব্রুয়ারী) সকাল ১১ টার সময়
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমানের সভাপতিত্বে থানা প্রাঙ্গনে সকল অফিসার ফোর্সদের সাথে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা অনুষ্ঠানে মামলার সুষ্ঠু তদন্ত, ওয়ারেন্ট তামিল, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার সহ বিট এলাকার সার্বিক আইন- শৃংখলা পরিস্থিতি সহ বিভিন্ন বিষয়ে সময়োপযোগী কার্যক্রম তথা প্রো- এক্টিভ পুলিশিং-এর মাধ্যমে এবং ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্যসহ গ্রাম পুলিশের সমন্বয়ে দৌলতপুর থানা এলাকায় অপরাধ দমনে বিশেষ আলোচনা করা হয়।
অফিসার ইনচার্জ মজিবুর রহমান এ সময় সকল বিট অফিসার ও ফোর্সের প্রতি তার বক্তব্যে থানায় আগত সেবা প্রার্থীদের সাথে সর্বোত্তম আচরণের মাধ্যমে সেবা প্রদানের বিষয়ে গুরুত্ব আরোপ করেন।
এসময় দৌলতপুর থানার নবাগত সেকেন্ড অফিসার এসআই প্রতাপ কুমার সিংহ-এর সঞ্চালনায় অনুষ্ঠানে দৌলতপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোস্তফা হাবিবুল্লাহসহ সকল ক্যাম্প ইনচার্জ, বিট অফিসার এবং থানার বিভিন্ন সেরেস্তার পুলিশ সদস্যরা মতামত ব্যক্ত করেন।