বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদককে মুঠোফোনে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় গত ৭ ফেব্রুয়ারি ভুক্তভোগী তরুন কুমার ঘোষ কুষ্টিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। যার নং – ৪৬৫।
সাধারণ ডায়েরির বরাত দিয়ে জানা যায়, গত ৭ ফেব্রুয়ারি বেলা ১১টা ৩৪ মিনিটের সময় কুষ্টিয়া মডেল থানাধীন উপজেলা সড়ক এলাকায় অবস্থানকালে মনিরুল ইসলাম জীবন নামের এক ব্যক্তি মুঠোফোনে তরুণ কুমার ঘোষকে হুমকি দেন। অভিযুক্ত জীবন তার ব্যবহৃত ০১৭৭৬-৯৪৭৫৪৭ নম্বর থেকে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কুষ্টিয়ার সাধারণ সম্পাদককে বিশ্রী ভাষায় গালিগালাজ সহ বিভিন্ন ধরনের হুমকি ধামকি প্রদর্শন করেন। অভিযুক্ত মনিরুল ইসলাম জীবন থানাপাড়া সতীশ কলোনীর বাসিন্দা সোনাউল্লাহ’র ছেলে।
ভুক্তভোগী আরো জানান, জীবন তার পূর্ব পরিচিত। এই জীবন তার কাছে কয়েক লক্ষাধিক টাকা পাবে মর্মে বিভিন্ন জায়গায় মিথ্যাচার করে বেড়াচ্ছেন। এমনকি জীবনের কাছে ভুক্তভোগীর স্বাক্ষরিত চেক আছে বলেও বিভিন্ন জায়গায় বলেছেন। তবে ভুক্তভোগীর স্বাক্ষরিত চেক কোথাও দেখাতে পারেননি। বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কুষ্টিয়ার সাধারণ সম্পাদক তরুন কুমার ঘোষকে সামাজিক ও আর্থিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য জীবন এহেন নোংরা কাজ করে বেড়াচ্ছেন বলেও জানান তিনি।
বিষয়টি নিয়ে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন খাঁনের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, বিষয়টির তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।