শিরোনামঃ
মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে জাতির সূর্য সন্তান ও শহীদ বীর মুক্তিযোদ্ধাদের সম্মানার্থে ফুলেল শ্রদ্ধাঞ্জলি নিবেদন বাউফলে গভীর রাতে ক্ষেত থেকে তরমুজ চুরি, নিরাপত্তাহীনতায় চাষিরা পোরশায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন চিরিরবন্দরে নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত। স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে কুষ্টিয়া জেলা ও পৌর স্বেচ্ছাসেবকলীগের ফুলেল শ্রদ্ধাঞ্জলি নিবেদন। চিরিরবন্দরে নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত। স্বাধীনতাবিরোধী অপশক্তি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল-মনোরঞ্জন শীল গোপাল। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব এর স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ শার্শার বাগআঁচড়া দাঃ আঃ শিক্ষা সদনের স্বাধীনতা দিবস ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত। বাগআঁচড়া ডাঃ আফিল উদ্দীন ডিগ্রি কলেজে ২৬শে মার্চের আলোচনা সভা দূয়া অনুষ্ঠিত।

নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগে

ইবি প্রতিনিধিঃ
  • আপডেটের সময়। বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের শ্রেণি কার্যক্রম শুরু হয়েছে। তাদেরকে স্বাগত জানিয়ে বুধবার (৮ ফেব্রুয়ারি) বেলা ১২টায় শুভেচ্ছা মিছিল করেছেন শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

স্বাধীন বাংলাদেশের প্রথম সরকারী বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা লাভ করে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)।এটি দক্ষিণ পশ্চিমাঞ্চলের সর্বোচ্চ বিদ্যাপিঠ।

সংগঠনটির দলীয় টেন্ট থেকে মিছিলটি বের হয়। মিছিলে নেতাকর্মীরা ‘এসো নবীন দলে দলে, ছাত্রলীগের পতাকাতলে,’ ‘এসো নবীন ভয় নাই, ছাত্রলীগে সন্ত্রাস নাই’সহ নানা স্লোগানে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ও একাডেমিক ভবনসমূহ ঘুরে আবার তাদের দলীয় টেন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। এসময় সংগঠনটির সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের নেতৃত্বে অন্য নেতাকর্মীরা  উপস্থিত ছিলেন।

সমাবেশে সংগঠনটির সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের ছাত্রলীগের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা রইল। আমরা আশা করি, নবাগত শিক্ষার্থীরা বাংলাদেশ ছাত্রলীগের পতাকাতলে আসবে। তারা ছাত্রলীগের একজন গর্বিত সদস্য হিসেবে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবে এবং স্বাধীনতার পক্ষে কাজ করবে। নবাগত শিক্ষার্থীরা বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়তে ছাত্রলীগের পাশে থাকবে। ক্যাম্পাসে একটি নতুন সেশন এসেছে। আমি সকল নেতাকর্মীদের আহ্বান জানাব যাতে স্বাধীনতা বিরোধী অপশক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নষ্ট করতে না পারে সেদিকে লক্ষ্য রাখার।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর