মোঃ রবিউল ইসলাম হৃদয়,( কুষ্টিয়া) :সময় টেলিভিশননের বার্তাপ্রধান মুজতবা দানিশকে ডিজিটাল নিরাপত্তা আইনে মিথ্যা মামলায় পুলিশি হয়রানির প্রতিবাদে কুষ্টিয়ায় মানব বন্ধন করেছেন জেলার কর্মরত সাংবাদিকরা।
সোমবার (০৬ ফেব্রয়ারী ) সকালে ১১ টার সময় শহরের মুজিব চত্বরে মানব বন্ধনে সভাপতিত্ব করেন দীপ্ত টিভির জেলা প্রতিনিধি দেবেশ চন্দ্র ।
মানব বন্ধনে দেশের সবচেয়ে জনপ্রিয় ২৪ ঘণ্টার সংবাদ ভিত্তিক সময় টেলিভিশনের বার্তা প্রধান মুজতবা দানিশের বিরুদ্ধে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপপরীক্ষা নিয়ন্ত্রক সামসুল হক ডিজিটাল নিরাপত্তা আইনের দায়ের করা মিথ্যা মামলায় পুলিশি হয়রানির তীব্র নিন্দা জানানো হয়।
মানব বন্ধনে বক্তব্য রাখেন- কুষ্টিয়া প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আনিসুজ্জামান ডাবলু , প্রথম আলোর রিপোর্টার তৌহিদী হাসান ,মাই টিভির জেলা প্রতিনিধি আব্দুর রাজ্জাক বাচ্চু, বাংলা টিভির জেলা প্রতিনিধি লিটন উজ্জামান, বিজয় টিভির জেলা প্রতিনিধি সেতু, দৈনিক দিনের খবর পত্রিকার সম্পাদক আব্দুর রাজ্জাক, এনটিভির জেলা প্রতিনিধি শ্যামলী পারভীন,দৈনিক সত্যখবর পত্রিকার ব্যাবস্থাপনা সম্পাদক শাহরিয়ার ইমন রুবেল,দেনিক জনবাণী পত্রিকার জেলা প্রতিনিধি রবিউল ইসলাম হৃদয়, দৈনিক বর্তমান পত্রিকার জেলা প্রতিনিধি আমিন হাসান,সময়ের কাগজ পত্রিকার সহ-সম্পাদক সোহেল টানু, সাংবাদিক আলেক চাঁদ,সাংবাদিক অঞ্জন শুভ।
বক্তারা বলেন, সরকার ডিজিটাল আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না এমন কথা বারবার বলেও তাদের প্রতিশ্রুতি রক্ষা করেনি। বরং সময় টেলিভিশনের বার্তা প্রধান মুজতবা দানিশকে এ মামলা দিয়ে পুলিশি হয়রানি করছে। এটা সংবাদমাধ্যম কর্মীদের আইনটির অপপ্রয়োগ।
কুষ্টিয়া থেকে মোঃ রবিউল ইসলাম হৃদয়
মোবাইল :০১৭৮৯-৫৯৮১৭৭
ছবি দেওয়া আছে