শিরোনামঃ
পোরশায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন চিরিরবন্দরে নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত। স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে কুষ্টিয়া জেলা ও পৌর স্বেচ্ছাসেবকলীগের ফুলেল শ্রদ্ধাঞ্জলি নিবেদন। চিরিরবন্দরে নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত। স্বাধীনতাবিরোধী অপশক্তি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল-মনোরঞ্জন শীল গোপাল। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব এর স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ শার্শার বাগআঁচড়া দাঃ আঃ শিক্ষা সদনের স্বাধীনতা দিবস ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত। বাগআঁচড়া ডাঃ আফিল উদ্দীন ডিগ্রি কলেজে ২৬শে মার্চের আলোচনা সভা দূয়া অনুষ্ঠিত। ২৬ মার্চ স্বাধীনতা দিবসে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন হাসীব আলম তালুকদার কুমারখালী প্রেসক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক হলেন সাংবাদিক প্রিন্স

ইবির নতুন আইন প্রশাসক ড.আনিচুর রহমান

ইবি প্রতিনিধিঃ
  • আপডেটের সময়। বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩

ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন সেলের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন আইন বিভাগের অধ্যাপক ড. আনিচুর রহমান। সোমবার (৩০ জানুয়ারী) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তিনি ইতোপূর্বে আইন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করা আইন বিভাগের অধ্যাপক ড. জুহুরুল ইসলামের স্থলাভিত্তিক হোন।

বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড.আব্দুস সালাম গত ৩১ জানুয়ারী থেকে তাকে এ পদে নিয়োগ দিয়েছেন। এ পদে দায়িত্ব পালনের জন্য তিনি নিয়মানুযায়ী সুযোগ-সুবিধা পাবেন।

ড. আনিচুর রহমান এর আগে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য, সহকারী প্রক্টর, শেখ রাসেল হলের হাউজ টিউটর সহ বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করেন। এছাড়া তিনি কয়েকবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির কার্যনির্বাহী সদস্যও ছিলেন।

নতুন আইন প্রশাসক হিসেবে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আইনী জটিলতা নিরসনে আইন প্রশাসক কাজ করে থাকেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাকে এমন একটি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব অর্পন করায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা পোষণ করছি। আমার উপর অর্পিত দায়িত্ব সৎ ও নিষ্ঠার সাথে পালন করবো এবং এ লক্ষ্যে প্রশাসনসহ সকলের সহযোগীতা কামনা করছি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর