শিরোনামঃ
বাউফলে গভীর রাতে ক্ষেত থেকে তরমুজ চুরি, নিরাপত্তাহীনতায় চাষিরা পোরশায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন চিরিরবন্দরে নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত। স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে কুষ্টিয়া জেলা ও পৌর স্বেচ্ছাসেবকলীগের ফুলেল শ্রদ্ধাঞ্জলি নিবেদন। চিরিরবন্দরে নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত। স্বাধীনতাবিরোধী অপশক্তি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল-মনোরঞ্জন শীল গোপাল। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব এর স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ শার্শার বাগআঁচড়া দাঃ আঃ শিক্ষা সদনের স্বাধীনতা দিবস ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত। বাগআঁচড়া ডাঃ আফিল উদ্দীন ডিগ্রি কলেজে ২৬শে মার্চের আলোচনা সভা দূয়া অনুষ্ঠিত। ২৬ মার্চ স্বাধীনতা দিবসে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন হাসীব আলম তালুকদার

ভেড়ামারা পৌরসভায় অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেটের সময়। সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩

কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভায় আধুনিক ড্রেন নির্মাণের লক্ষে সোমবার দক্ষিণ রেলগেট থেকে হিসনা নদী পর্যন্ত রাস্তার পাশে ড্রেনের উপর অবৈধভাবে নির্মিত দেয়াল, স্থাপনা ও ইমারত উচ্ছেদ করা হয়। এ লক্ষে অবৈধ দখলদারদের তাদের স্থাপনাসমূহ সরিয়ে নিতে পৌরসভার পক্ষ থেকে ইতোমধ্যে একাধিকবার নোটিস ও মার্কিং করা হয়। নির্ধারিত সময় শেষে সোমবার সকাল থেকে অভিযান শুরু হয়। এদিকে উচ্ছেদ অভিযানকে স্বাগত জানিয়েছে স্থানীয়রা। তাঁরা জানান, যেসব স্থাপনা ভাঙা হয়েছে তা সবটাই সরকারি জমিতে ছিল। দীর্ঘদিন ধরে সড়কের পাশের ড্রেনটি বেহাল অবস্থায় ছিল এবং সামান্য বৃষ্টি হলেই রাস্তায় পানি জমতো। অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সড়ক প্রসস্তকরণের উদ্যোগ নেয়ায় আমরা খুশি। অভিযান চলাকালে পৌর মেয়র আনোয়ারুল কবির টুটুল, প্যানেল মেয়র নাইমুল হক, কাউন্সিলর সোলাইমান মাস্টার-সহ কাউন্সিলরবৃন্দ, অন্যান্য কর্মকর্তা, গনমাধ্যমকর্মী ও বিপুল সংখ্যক উৎসুক জনতা উপস্থিত ছিলেন। পৌর মেয়র আনোয়ারুল কবির টুটুল বলেন, অবৈধ দখলদারদেও পরপর তিনবার নোটিশ দেওয়া হয়েছে এবং মাইকিং করা হয়েছে। তারা নিজ উদ্যোগে স্থাপনা সরিয়ে না নেওয়ায় এই অভিযান চালানো হয়। জনগণ অভিযানে বাধা দেননি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর