মোঃ রবিউল ইসলাম হৃদয় : কুষ্টিয়ায় র্যাবের বিশেষ অভিযানে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী সাফি মালিথা (৪৮) নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামী দৌলতপুর ফিলিপনগর এলাকার ছলিমুদ্দিন মালিথার ছেলে।
র্যাব-১২ সিরাজগঞ্জ হেডকোয়ার্টারের অধিনায়ক মোঃ মারুফ হোসেন পিপিএম এর দিকনির্দেশনায় ও র্যাব-১২ সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খানের নেতৃত্বে রবিবার (৩০ জানুয়ারী) রাত ১০ টার সময় কুষ্টিয়া ভেড়ামারা থানাধীন মন্ডলপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় ।
সোমবার (৩০ জানুয়ারী) সকাল ১১ টার সময় কুষ্টিয়া র্যাব ক্যাম্পে এক মিডিয়া ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া র্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান৷
র্যাব সুত্রে জানা যায়, ২০০৬ সালের ১০ সেপ্টেম্বর কুষ্টিয়া জেলার দৌলতপুর এলাকা হতে শরীরে ফেনসিডিল বহন করে বাসযোগে ঢাকা যাওয়ার পথে কালিয়াকৈর এলাকায় পুলিশের চেকপোস্টে গ্রেফতার হন দৌলতপুর উপজেলার ফিলিপনগর গ্রামের সাফি মালিথা। পরে গাজীপুর জেলার কালিয়াকৈর থানায় সাফি মালিথার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে পুলিশ। যার মামলা নং-১০/০৬, ধারা ১৯৯০ সালের ১৯(১) এর ৩(খ)।আটক হওয়ার পর প্রায় ৬ মাস জেল খেটে জামিনে মুক্তি পান সাফি মালিথা। এরপর থেকেই তিনি পলাতক ছিলেন। এরপর মামলার বিচারিক কার্যক্রম শেষে ২০১৫ সালে গাজীপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড সাজা দিয়ে রায় প্রদান করেন। পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতারের ব্যাপারে র্যাব উদ্যোগী হয়ে গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে।তারই ধারাবাহিকতায় তাকে গ্রেফতার করে র্যাব।
র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান জানান, বাংলাদেশ আমার অহংকার এই স্লোগান নিয়ে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে। র্যাবের সৃষ্টিকাল থেকে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণ ও প্রতারকদের গ্রেফতার করে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সদা তৎপর রয়েছে র্যাব।