কুষ্টিয়ার দৌলতপুরে তারাগুনিয়া থানার মোড়ে তেল পাম্পের সামনে শুক্রবার দুপুর ১২:৩০ মিনিটে একটি পাটের ট্রাকে আগুন লেগেছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রনে আনে। কিন্তু এরই মধ্যে ট্রাকটিতে থাকা প্রায় সব পাট পুড়ে নষ্ট হয়ে যায়। বলা হচ্ছে রাস্তায় উপরের দুই তারের সট সার্কিট থেকে আগুন লেগেছে।
ট্রাক চালক জাফিরুল জানায়, কুষ্টিয়া ট-১১-২৮১৯ নাম্বার পাট বোঝাই ট্রাকটি নিয়ে সে বগুড়ার উদ্যেশে নিয়ে যাচ্ছিল। হঠাৎ পিছন থেকে লোকজন দেখতে পায় গাড়িতে আগুন জ্বলছে।
ফায়ার সার্ভিসকে ফোন দিলে তারা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে এরই মধ্যে গাড়ির প্রায় সব পাট পুড়ে নষ্ট হয়ে যায়। চালক জাফিরুল জানান, কিভাবে আগুন ধরলো বুঝতে পারছিনা।
প্রতক্ষ্যদর্শী ও ভেড়ামারা ফায়ার ষ্টেশন অফিসার শরিফুল ইসলাম জানান, রাস্তার ধারে বিদ্যুতের তারে সট সার্কিটের কারণে আগুন ধরেছে।