মোঃ রবিউল ইসলাম হৃদয় :কুষ্টিয়ায় র্যাবের বিশেষ অভিযানে ৫ টি খুনের মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক ২ জন আসামী গ্রেফতার হয়েছে।
শুক্রবার (০৬ জানুয়ারি) রাত আনুমানিক সাড়ে ৬ টার সময় র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এর নেতৃত্বে কুষ্টিয়া জেলার কুমারখালী থানাধীন জগন্নাথপুর ইউনিয়নের বউ বাজার এলাকায়’’ একটি অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে র্যাব।
গ্রেফতারকৃত আসামীরা হলেন পাবনা জেলার সদর থানাধীন চর ভাবানীপুর এলাকার জব্বার মন্ডলের ছেলে জিলাল মন্ডল(৪১) ও একই এলাকার জলিল মন্ডলের ছেলে বাহার মন্ডল(২৫)।
গ্রেফতারকৃত আসামীরা রাজবাড়ী জেলার পাংশা থানার মামলা নং-১৩, তাং-২১/০৯/২০১৩, জিআর-১৪২/১৩, ধারা-৩৬৪/৩০২/২০১/৩৪ পেনাল কোড এর ৫ টি খুনের মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী। পরবর্তীতে আসামিদেরকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাবনা জেলার সদর থানায় হস্তান্তর করেছে র্যাব।