জাতীয় পর্যায়ের সাংবাদিক আব্দুল বারীর মা মরহুমা হাজেরা খাতুনের প্রথম মৃত্যু বাষিকী গতকাল বুধবার পালিত হয়েছে। কুষ্টিয়ার মিরপুরে অবস্থিত মিনি রিসোর্ট এন্ড পার্ক এ পারিবারিকভাবে দিনটি পালন করা হয়।
মিরপুরের অন্জনগাছী মহিলা মাদ্রাসার ৬০ জন শিক্ষার্থী ও শিক্ষকগণ দিনব্যাপী কোরআনখানি ও মিলাদ মাহফিল করেন। এতে মরহুমার আত্মীয় স্বজন ছাড়াও মিরপুরের বিভিন্ন পর্যায়ের গণমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মরহুমা হাজেরা খাতুন ২০২১ সনের ২১ ডিসেম্বর বার্ধক্য জনিত কারনে মৃত্যুবরণ করেছিলেন। তার আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরিবারের পক্ষ থেকে সকলের কাছ থেকে তার জন্য দোয়া চাওয়া হয়েছে