র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল অদ্য ১৪ ডিসেম্বর ২০২২ ইং তারিখ বিকাল ০৪:৫৫ ঘটিকার সময় “কুষ্টিয়া জেলার সদর থানাধীন পৌরসভাস্থ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল এলাকায়’’ একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ০১ বোতল দেশীয় মদ ও ০৪ গ্রাম গাঁজা, যাহার আনুমানিক মূল্য ১,০৮০/- (এক হাজার আশি) টাকা সহ ০২ জন আসামি ১। মনিরুল ইসলাম প্লাবন(২২), পিতা-শাহজাহান বিশ^াস, সাং-লাহিনী বটতলা এবং ২। মোঃ সানি ইসলাম সিজান(২৪), পিতা-মোঃ নাদিমুল ইসলাম, সাং-কালিসংকরপুর, উভয় থানা-সদর, জেলা-কুষ্টিয়া’কে গ্রেফতার করে। পরবর্তীতে ধৃত আসামিদের বিরুদ্ধে কুষ্টিয়া জেলায় সদর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত আলামতসহ ধৃত আসামিদেরকে কুষ্টিয়া জেলার সদর থানায় সোপর্দ করা হয়েছে।