আজ ১লা ডিসেম্বর ৪৪ বৎসরে পদার্পণ করলেন সাংবাদিক ও কলামিস্ট সোহেল পারভেজ। তিনি দেশের জনপ্রিয় বেসরকারী টেলিভিশন এখন টিভি ও জাতীয় দৈনিক বর্তমান পত্রিকার জেলা প্রতিনিধির দায়িত্ব পালন করছেন। ১৯৭৮ সালে তিনি জন্মগ্রহন করেন। সে কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকার স্থায়ী বাসিন্দা ইসরাইল হোসেনের জৈষ্ঠ্য পুত্র। ব্যক্তিগত জীবনে তিনি দুই ছেলে ও এক মেয়ের পিতা। তিনি ১৯৯৫ সালে এসএসসি ও ১৯৯৮ সালে এইচএসসি পাশ করেন। ২০০১ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণে ডিগ্রী পাশ করে বেসরকারী প্রতিষ্ঠানে চাকুরি শুরু করেন। ছাত্র থাকাকালীন সোহেল পারভেজ লেখালেখির সাথে সম্পৃক্ত হন। তারই ধারাবাহিকতায় বর্তমানে তিনি টিভি চ্যানেল সহ জাতীয় পত্রিকায় খুবই সুনামের সাথে কাজ করে যাচ্ছেন। তার এই জন্মদিন উপলক্ষে সর্বস্তরের সাংবাদিকবৃন্দ তার সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেছেন।