বুধবার ( ৩০ নভেম্বর) ২০২২ তারিখ সকাল ১০.৩০ ঘটিকায় পুলিশ সুপার কুষ্টিয়া জনাব মোঃ খাইরুল আলম কুষ্টিয়া জেলার ট্রাফিক অফিস বার্ষিক পরিদর্শন করেন। কুষ্টিয়া ট্রাফিক অফিসে আগমন উপলক্ষে জনাব মোঃ খাইরুল আলম, পুলিশ সুপার, কুষ্টিয়া মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান জনাব মোঃ শাহ আলম, টিআই ১, সদর ট্রাফিক, কুষ্টিয়া। পুলিশ সুপার মহোদয় সালামী গ্রহণের মাধ্যমে পরিদর্শন শুরু করেন। অতঃপর ট্রাফিক অফিসের গুরুত্বপূর্ণ রেজিস্টারপত্র পর্যালোচনা, অফিসার ফোর্সদের দৈনন্দিন কার্যক্রম পর্যবেক্ষণ, ই – ট্রাফিক প্রসিকিউশন এন্ড ফাইন ম্যানেজমেন্ট সিস্টেমের ডিটেল কার্যক্রম পরিদর্শন করেন। পুলিশ সুপার কুষ্টিয়া ট্রাফিক বিভাগে কর্মরত টিআই, সার্জেন্ট ও টিএসআইদের সড়ক পরিবহন আইনে ২০১৮ যথাযথ ভাবে বাস্তবায়ন করার জন্য নির্দেশনা প্রদান করেন। তিনি সুষম দাপ্তরিক কর্মবন্টন, সেবা প্রত্যাশীদের প্রতি যথাযথ সেবা প্রদানের প্রচেষ্টা অব্যাহত, সরকারী সকল সম্পদের সঠিক ব্যবহার ও সংরক্ষণ, বিভাগীয় লক্ষ্য অর্জনে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশ প্রদান করেন। তিনি ট্রাফিক অফিসে আগত লোকদের সাথে ভাল ব্যবহার এবং সেবার মান বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম মজমপুর ট্রাফিক অফিস এবং চৌড়হাস মোড়ে অবস্থিত ট্রাফিক ব্যারাক পরিদর্শন কালে কুষ্টিয়া ট্রাফিক বিভাগের সকল অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।