ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে আবাসিকতা প্রাপ্ত শিক্ষার্থীদের সিটে উঠিয়ে দিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের
প্রভোস্ট অধ্যাপক ড.মাহবুবুল আরফিন।
বুধবার (১৬ নভেম্বর) সকাল ১১.৩০ মিনিটে এই কার্যক্রম শুরু হয়ে বিকেল ৪.০০ টা পর্যন্ত অব্যাহত থাকে।এসময় উপস্থিত ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক শিক্ষক ড.মো:শহীদুল ইসলাম,ড.সুধাংশু কুমার বিশ্বাস,ড.সঞ্জয় কুমার সরকার এবং জনাব মো:কামাল উদ্দিন।আর ও উপস্থিত ছিলেন হলের ডেপুটি রেজিস্ট্রার মো:ফারুক হোসেন,সহকারী রেজিস্ট্রার মো:আসাদুজ্জামান আসাদ।
ইবি শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মামুনুর রশিদ, বনি আমিন এবং যুগ্ম- সাধারণ সম্পাদক হোসেইন মজুমদার ও উপস্থিত ছিলেন।
জানা যায়, ২০২২ সালে ১২৮ জন শিক্ষার্থীদের আবাসিকতা প্রদান করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল এবং তাদের কাছে হল কর্তৃপক্ষ থেকে আবাসিকতার টাকা জমা দেওয়ার আহ্বান জানানো হয় কিন্তু ১০৩ জন শিক্ষার্থী আবাসিকতার জন্য টাকা প্রদান করেন।
এমতাবস্থায় উপস্থিত আবাসিকতা প্রাপ্ত সকল শিক্ষার্থীদের সিটে উঠাতে পেরে হল কর্তৃপক্ষ আনন্দিত।
এবিষয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড.মাহবুবুল আরফিন বলেন,অবৈধ ভাবে আবাসিকতা ছাড়া কোন শিক্ষার্থী হলে থাকতে পারবে না। আমরা চেষ্টা করেছি আবাসিকতা প্রাপ্ত সকল শিক্ষার্থীদের সিটে উঠাতে এবং আমরা সফল ও হয়েছি তবে কয়েকটি সিটে আগে থেকেই কিছু শিক্ষার্থী অবস্থান করছেন এবং তাদের রুমে বদ্ধ থাকায় আমরা ওই সিটে শিক্ষার্থী উঠাতে পারি নি কিন্তু খুব শীঘ্রই তাদের সাথে যোগোযোগ করে আমরা আবাসিকতা প্রাপ্ত শিক্ষার্থীদের উঠাতে পারব।