কুষ্টিয়া শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত সুনামধন্য কুষ্টিয়া হাই স্কুল,পাশেই রয়েছে এই স্কুলের বিশাল মাঠ,যেখানে সকাল থেকে রাত পর্যন্ত চলে জুয়ার আসর।থেমে নেই মাদক সেবন।
এলাকাবাসীর এমন অভিযোগের পর সরেজমিনে গিয়ে দেখা যায়,কিছু উঠতি বয়সের যুবকেরা মাঠের পাশে গোল হয়ে বসে জুয়া খেলায় ব্যাস্ত আবার সেই খেলা দেখতে মগ্ন হয়ে দাঁড়িয়ে আছে কয়েকজন যুবক।এভাবেই কুুুষ্টিয়া হাই স্কুলের মাঠে একপাশে চলছে জুয়ার আসর,পাশেই বসে থাকতে দেখা যায় স্থানীয় মাদ্রাসার (রাকিব) ছন্দনাম নামের এক শিক্ষার্থীকে।সে জানায় মাদ্রাসার সহপাঠীদের সঙ্গে খেলা করতে মাঠে এসেছে।আবার মাঠের পাশেই দেখা যায় স্থানীয় মাদ্রাসার ছাত্র’রা হ্যান্ডবল খেলছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার এক বাসিন্দা জানায়,প্রতিদিন ফজরের আযানের পর থেকে এশার আযান পযন্ত বসে জুয়ার বিশাল আসর। আর এই জুয়ার আসরে অংশ নেওয়ার জন্য কুষ্টিয়া জেলা বিভিন্ন জায়গা থেকে মানুষ আসেন। বিকেল হলেই জুয়ার আসর জমজমাট হয়ে ওঠে। কেউ কিছু বলতে গেলে তাদের উপর চড়াও হয়ে ওঠে জুয়ারিরা।এই জুয়া খেলা বন্ধের জন্য এর আগে অনেকবার থানাকে অবগত করা হলেও কোনো পদক্ষেপ নেননি থানা কর্তৃপক্ষ।এই স্কুল মাঠে জুয়া খেলার বিষয়ে কুষ্টিয়ার স্থানীয় কয়েকটি পত্রিকাতে সংবাদও প্রকাশ করা হলে তাতেও কোন লাভ হয়নি জুয়ারিরা এগুলি কোন পরোয়ায় করে না বলে তিনি জানান।
এলাকার আরও এক বাসিন্দা নাম প্রকাশে অনিচ্ছুক তিনি জানান,এমনভাবে প্রতিদিন খেলার মাঠে জুয়ার আসর বসলে এলাকার কমলমতি শিশু গুলোর ভবিষ্যৎ কি হবে? চোখের সামনে জুয়া খেলা শিশুরা দেখছেন একদিন শিশুরাও জুয়ার পথে হাঠবে? জুয়া খেলার টাকা জোগার করার জন্য প্রতি নিয়ত জুয়ারিদের বাড়িতে হট্টগোল হচ্ছে।আমাদের দাবী একটাই খেলার মাঠকে জুয়া মুক্ত করা হোক।কবে থামবে জুয়ার এই বিশাল আসর।সেটাই এখন দেখার অপেক্ষায়???