মোহনা টিভি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে দর্শকদের মনে স্থান করে নিয়েছে ঃ বক্তারা
কুষ্টিয়া, ১১ নভেম্বর ২০২২ ঃ কুষ্টিয়ায় বর্ণাঢ্য আয়োজনে জনপ্রিয় বেসরকারী স্যাটেলাইট টেলিভিশন মোহনা টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার প্রথম প্রহরে রাত ১২ টা ১মিনিটে কুষ্টিয়া দর্শক ফোরামের আয়োজনে শহরের সিঙ্গারমোড়ে অবস্থিত টেলিভিশন কার্যালয়ে ১৩ বছরে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। মোহনা টেলিভিশনের কুষ্টিয়া প্রতিনিধি এস এম আকরামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও স্থানীয় দৈনিক আজকের আলো পত্রিকার সম্পাদক মাহবুব রহমান,সাংবাদিক অধিকার ফোরাম কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত, জাতীয় দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি আকরামুজ্জামান আরিফ, সাংবাদিক লাল্টু আহমেদ, মাহফুজ হৃদয়,সৌরভ হোসেন,আমিন হাসান প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “মোহনা টিভি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে সারাদেশে জনপ্রিয় চ্যানেল হিসেবে পরিচিতি পেয়েছে এবং দর্শকদের মনে স্থান করে নিয়েছে।”
মোহনা টিভি আরও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে বলে আশাবাদ ব্যক্ত করে মোহনা টিভির কুষ্টিয়া প্রতিনিধি এস. এম আকরামকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান উপস্থিত অতিথিরা।