ইবি প্রতিনিধি,কুষ্টিয়াঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করলো রাজশাহী বিভাগের ৮ টি জেলার ছাত্রকল্যাণ সমিতি।
বৃহস্পতিবার (১০ ই নভেম্বর) সকাল ১০.০০ টায় ইবি ফুটবল মাঠে টুর্নামেন্টটির উদ্বোধন হয়। নক আউট ভিত্তিতে ৮ দলের টুর্নামেন্টটি চলবে ১০-১২ নভেম্বর পর্যন্ত। এতে অংশগ্রহণ করে রাজশাহী ,নাটোর,পাবনা,সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ,বগুড়া, নঁওগা এবং জয়পুরহাট জেলা ছাত্র কল্যান সমিতির খেলোয়াড়েরা।
টুর্নামেন্টটির সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন উক্ত জেলার ছাত্রকল্যাণের নেতৃবৃন্দ।
এ বিষয়ে রাজশাহী জেলা ছাত্রকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক লিখন মির্জা বলেন, মূলত রাজশাহী বিভাগের ৮ টি জেলাকে একত্রিত করে ভাতৃত্বের বন্ধন বাড়ানোর জন্য আমরা এই টুর্নামেন্টটি করছি।
নাটোর জেলা ছাত্রকল্যাণের সাধারণ সম্পাদক হানিফ হোসেন বলেন, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে রাজশাহী বিভাগের প্রতিটি জেলাকে একই বন্ধনে আবদ্ধ করা যার জন্যই এই প্রয়াস। ভবিষ্যতে আরো বড় পরিসরে এমন কিছু আসবে আশা করছে বিভাগের সব জেলাছাত্রকল্যান সমিতির প্রতিনিধিরা।