কুষ্টিয়া হরিপুরে জাসদের ৪ চাঁদাবাজ সন্ত্রাসী পুলিশের হাতে আটক। গতকাল বুধবার সন্ধা ৭টার দিকে হরিপুর বাজার হতে তাদের আটক করা হয়েছে বলে জানা যায়। আটকৃতরা হলেন: ১। মো: আবু তৈয়ব (৪০), পিতা মৃত ফয়েজ উদ্দিন, ২। রাজু মেম্বর (৪০), পিতা সাদ আলী মেম্বর, ৩। মাসুদ (৪১) পিতা সেলিম, ৪। মো: নজু (৪২) পিতা আব্দুল খালেক উভয় সাং শালদাহ, হাটশ হরিপুর, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া। সুত্রে জানা যায়, গত ০৪/১১/২০২২ইং তারিখে বিকেলে হরিপুর ফুটবল মাঠে অনুষ্ঠিত ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। সংঘর্ষে বেশ কিছু মানুষ আহত হয়। এই খেলাকে কেন্দ্র করে মোটা অংকের চাঁদা আঁদায়সহ পক্ষ পক্ষান্তর করে বিজয়ী করানোর অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। সুত্রে আরও জানা যায়, আটককৃতরা হরিপুরের বিভিন্ন অপকর্মে সাথে দীর্ঘদিন ধরে জরিত রয়েছে। নদী পথের চাঁদাবাজী, সরকারী জমি দখল করে বিভিন্ন যায়গায় বিক্রি, মাদক সিন্ডিকেটসহ এলাকায় বিভিন্ন সময়ে বিভিন্ন ইস্যু তৈরি করে চাঁদাবাজি করে আসছেন তারা। এরি সুত্র ধরে তদন্ত অনুষারে মঙ্গলবার কুষ্টিয়া মডেল থানায় একটি মামলা দ্বায়ের হয়। যার মামলা নং-১৪ তাং ০৭/১১/২০২২ইং। মামলায় আটকৃত উক্ত ৪জন সহ অজ্ঞ্যাতনামা আরও কয়েক জনের নামে মামলা হয়েছে বলে জানা গিয়েছে। গতকাল সন্ধায় এজাহারের আসামীদের আটকের জন্য এসআই জিন্নাহ তার সঙ্গীয় ফোর্সদের নিয়ে হরিপুর বাজার থেকে তাদের আটক করে।