কুষ্টিয়ার কুমারখালী উপজেলা ৫ নং নন্দলালপুর ইউনিয়নের পুঁটিয়া গ্রামের মোঃআব্দুল হাবিবের ছেলে মোঃ মাসুম হোসেন@(সেনা)(২২) স্ত্রী মোছাঃ কাকলী খাতুন এর নিখোঁজ সংবাদ পাওয়া গেছে।
বিষয়টি নিয়ে কুমারখালী থানাতে নিখোঁজের বড় ভাসুর মোঃ শাহিন হোসেন (৩২) পুঁটিয়া চড়াইকো বাদী হয়ে কাকলী খাতুন (১৯) পিতা নুরুল ইসলাম , মোছাঃ নবিরণ নেছা নামে কুমারখালী থানাতে বাদী করে একটি লিখিত সাধারণ ডায়েরি দায়ের করেন।
সরেজমিন ও থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা যায়,কুষ্টিয়া জেলার কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারখী ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের মোঃ নুরুল ইসলামের ২য় কন্যা মোছাঃ ককলী তুনের সাথে অনুমানিক ৬/৭ মাস পুর্বে বিবাহ হয়। কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের গ্রাঁটিয়া মের মোঃ আব্দুল হাবিবের ছেলে মোঃ মাসুম হোসেন ( সেনা) সাথে। শরীয়ত মোতাবেক গত ১৫/০৪/২২ ইং তারিখে মোছাঃ কাকলী খাতুনের বাবার বাড়িতে বিবাহ হয়। গত ০৬/১১/২০২২ ইং তারিখে দুপুর ১১.৩০ থেকে মোছাঃ কাকলী কে কোথাও খোঁজ-খুঁজি করে পাওয়া যাচ্ছেনা।কুমারখালী
এ বিষয়ে কুমারখালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মোহসীন হোসাইন জানান থানাতে একটি সাধারণ ডায়েরি পেয়েছি সাধারণ ডায়েরি নাং ২৫০ বিষয়টি তদন্ত করা হচ্ছে,খুব দ্রুত আসল রহস্য বেড়িয়ে আসবে।