আজ৩১ অক্টোবর ২০২২ তারিখ সকাল ১০.০০ ঘটিকায় জেলা পুলিশ, কুষ্টিয়ার আয়োজনে শেখ কামাল স্টেডিয়াম, সুইমিং পুল, জেলা ক্রীড়া সংস্থা, কুষ্টিয়ায় খুলনা রেঞ্জ সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতা-২০২২ অনুষ্ঠিত হয়। উক্ত সাঁতার প্রতিযোগিতায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ খাইরুল আলম, সুযোগ্য পুলিশ সুপার, কুষ্টিয়া। সাঁতার প্রতিযোগিতায় খুলনা রেঞ্জ পুলিশের সর্বমোট ১৪ জন পুলিশ সদস্য অংশ গ্রহন করিয়া যশোর জেলা প্রথম স্থান অধিকার করে, পর্যায়ক্রমে ঝিনাইদহ এবং কুষ্টিয়া জেলা ২য় ও ৩য় স্থান অধিকার করায় পুলিশ সুপার মহোদয় বিজয়ীদের ক্রেস্ট প্রদান করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ ফরহাদ হোসেন খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), জনাব মোঃ আবু রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, কুষ্টিয়াসহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা এবং অফিসার ও ফোর্স।