মোঃ রবিউল ইসলাম হৃদয় :কুষ্টিয়া পৌরসভা কর্তৃক অনুদানের একটি টিউবওয়েল স্থাপন হয়েছিলো অনেক বছর আগেই। টিউবওয়েলটি দীর্ঘদীন যাবৎ নষ্ট থাকায় ভোগান্তিতে পড়েন স্থানীয় সাধারন জনগন।
বুধবার সকালে কুষ্টিয়া পৌরসভার ২১ নং ওয়ার্ডের লাহিনী কালীতলা এলাকায় যুব সমাজের উদ্যোগে এলাকাবাসীর নিকট থেকে চাঁদায় টাকা তুলে টিউবওয়েলটি মেরামত করা হয়।
স্থানীয়রা বলেন, আমাদের লাহিনী কর্মকার পাড়ার (কালিতলা মোড়ে) পৌরসভা থেকে একটি টিউবওয়েল স্থাপন করে। সেটি দীর্ঘদিন যাবত নষ্ট হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়ি আমরা। এই টিউবওয়েল আমাদের পাড়ার সকলেই প্রায় ব্যবহার করে। এ ছাড়াও রাস্তা দিয়ে যাতায়াত করা মানুষের ও প্রয়োজন হয়।টিওবয়েলটি এভাবে নষ্ট থাকায় দূর দুরান্ত থেকেই খাবার পানি আনতে হয়েছে আমাদের। বিষয়টি পৌর কতৃপক্ষকে জানালেও তারা কোন ব্যাবস্থা গ্রহন করেনি। যারফলে স্থানীয় যুবসমাজের উদ্দ্যোগে সাধারন মানুষের নিকট থেকে টাকা তুলে টিউবয়েলটি পূনরায় মেরামত করা হয়েছে৷ এখন মানুষের ভোগান্তি কমেছে।
টিউবয়েলটি মেরামততের উদ্যোগ নিয়ে কাজ করেন স্থানীয় যুবসমাজের প্রধান উদ্যোক্তা মোঃ মামুন অর রশিদ মামুন।এ সময় উপস্থিত ছিলেন, মিঠু ইসলাম,সবুজ আহমেদ, রানা ইসলাম, মিন্টু ইসলাম, তাজমুল,,জুয়েল সজিব, সাদ্দাম নাসির, রানা প্রমুখ।