শিরোনামঃ
কুষ্টিয়া হাইওয়ে থানার ওসির বিরুদ্ধে বিস্তর অভিযোগ সৌদি’তে সড়ক দূর্ঘটনা নি’হত সবুজের বাড়িতে : স্বজনদের আহাজারি খানসামায় মধ্যে রাতে আগুন লেগে গরু,ছাগল ও হাঁস-মুরগি পুড়ে ছাঁই দৌলতপুরে জমি কিনে প্রতারণা স্বীকার প্রতিবন্ধী পরিবার ঝিকরগাছায় ইভটিজিংয়ের আত্মহত্যার প্রতিবাদে লাশ নিয়ে এলাকাবাসীর বিক্ষোভ। ঝিকরগাছায় বখাটেদের উত্ত্যক্ত সইতে না পেরে স্কুল ছাত্রীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা। বাউফলের ছেলে সোহান;শ্বশুরের বাসায় ঘুরতে গিয়ে খুন,আটক-৪ আন্তঃজেলা গরু চোরচক্রের মূল হোতা পুড়াপাড়ার রনি কারাগারে কেশবপুরের বিভিন্ন ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিলের কর্মসুচি সফল করার লক্ষে এক প্রস্তুতি সভা চাকুরির মেয়াদ নেই;তবুও অধ্যক্ষ ইউপি চেয়ারম্যান

কুষ্টিযার মিরপুর ইউনিয়নে পরিষদ সাধারণ নির্বাচন ২০২২ উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণের সাথে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেটের সময়। বুধবার, ২৬ অক্টোবর, ২০২২

মঙ্গলবার (২৫ অক্টোবর, ২০২২) সকাল ১১টায় মিরপুর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসারের আয়োজনে এবং কুষ্টিয়া জেলার সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোঃ ফজলুল করিম এর ব্যবস্থাপনায় কুষ্টিয়া জেলার মিরপুর থানাধীন চিথলিয়া ও ধুবইল ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন ২০২২ উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া জেলার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ সাইদুল ইসলাম প্রধান অতিথি এবং পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম বিশেষ অতিথি হিসেবে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণের বক্তব্য জেলা নির্বাচন অফিসার, পুলিশ সুপার ও জেলা প্রশাসক গভীর মনোযোগ সহকারে শ্রবণ করেন।

পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম তার বক্তব্যে উপস্থিত চিথলিয়া ও ধুবইল ইউনিয়নের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন ২০২২ সংক্রান্ত সকল আচরণ বিধি মনোযোগ সহকারে পড়া এবং তা প্রতিপালন করার ব্যাপারে গুরুত্ব আরোপ করেন। তিনি আরো বলেন, এবারের ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন ২০২২ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য করার জন্য ভোট কেন্দ্রের নিরাপত্তা সহ নির্বাচনী এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য পর্যাপ্ত সংখ্যাক পুলিশ অফিসার ও ফোর্স মোতায়েন করা হবে। এছাড়াও ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন সংশ্লিষ্ট সকল সরঞ্জাম ও দলিল দস্তা বেজ, নির্বাচনী কাজে ব্যবহৃত অফিস /কার্যালয়ের নিরাপত্তা বিধান করা, স্থানীয় জননিরাপত্তা, ভোটকেন্দ্রে ভোটারের শৃঙ্খলা নিশ্চিত করা, স্থানীয় এলাকার আইন শৃঙ্খলা ঠিক রাখা সহ প্রয়োজনীয় সকল ধরনের নিরাপত্তা ও পুলিশি সেবা নিশ্চিত করা হবে।

পরক্ষণে, মাননীয় পুলিশ সুপার মহোদয় এবং জেলা প্রশাসক মহোদয় মিরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সম্মেলন কক্ষে চিথলিয়া ও ধুবইল ইউনিয়নের ভোট গ্রহনকারী কর্মকর্তাগণের প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহন করেন। মাননীয় পুলিশ সুপার মহোদয় সুষ্ঠু,শান্তি, নিরপেক্ষ ও গ্রহনযোগ্য নির্বাচন উপহার দেওয়ার জন্য সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান এবং নির্বাচনী প্রার্থীগন যেন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে সেদিকে ভোট গ্রহনকারী কর্মকর্তাগণের প্রতি আহ্বান জানান।

উক্ত মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের অন্যান্য ম্যাজিস্ট্রেট বৃন্দ, জেলা নির্বাচন অফিসের অন্যান্য কর্মকর্তা বৃন্দ, চিথলিয়া ও ধুবইল ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন ২০২২ এর প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণ এবং ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর