রবিবার (২৩ অক্টোবর, ২০২২) সকাল ১০টায় জেলা পুলিশ কুষ্টিয়ার আয়োজনে পুলিশ লাইন্স সম্মেলন কক্ষে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত কল্যাণ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম। প্রধান অতিথি কল্যাণ সভায় উপস্থিত অফিসার ও ফোর্সদের বিভিন্ন সমস্যার কথা মনোযোগ সহকারে শুনেন ও সমস্যা সমূহ দ্রুত সমাধান করার উদ্দ্যোগ গ্রহনে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। তিনি এ সময় পুলিশ সদস্যদের মোটর সাইকেল ব্যবহার ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক, টিকটক, লাইকি ইত্যাদি ব্যবহারে বিশেষ সতর্ক করেন।
প্রধান অতিথি পুলিশ সুপার কুষ্টিয়া সেপ্টেম্বর/২০২২ মাসে অত্র জেলায় বিভিন্ন ইউনিটে কর্মরত পুলিশ সদস্যদের ভাল কাজের স্বীকৃতি স্বরুপ সনদপত্র, ক্রেস্ট এবং অন্যান্য সামগ্রী প্রদান করেন। এছাড়া অবসর উত্তর পিআরএল ছুটি গমনকৃত ০২ জন পুলিশ সদস্য এর মাঝে পুলিশ সুপার কুষ্টিয়া কুষ্টিয়া মোঃ খাইরুল আলম সম্মাননা স্মারক, ক্রেস্ট এবং উপহার সামগ্রী প্রদান করেন। এসময় পুলিশ সুপার পিআরএল গমনকৃত পুলিশ সদস্যদের অনুভূতি গভীর মনোযোগ সহকারে শ্রবণ করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন মোঃ আবু রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, মোঃ আজমল হোসেন, সহকারী পুলিশ সুপার, মিরপুর সার্কেল, কুষ্টিয়া (অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), সকল থানার অফিসার ইনচার্জ বৃন্দ, মোঃ ফয়সাল হোসেন, ডিআইও ১, জেলা বিশেষ শাখা, মোঃ শহীদুজ্জামান, আরওআই, রির্জাভ অফিস, শ্রী রাধেশ চন্দ্র সেন, আরআই কুষ্টিয়াসহ জেলা পুলিশের সকল পদমর্যাদার অফিসার ও ফোর্সগণ।