মোঃ রবিউল ইসলাম হৃদয়ঃ কুষ্টিয়ায় জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ভোটের মাঠে বিশেষ ভূমিকায় রয়েছে র্যাপিড একশন ব্যাটালিয়ন র্যাব বাহিনী।
সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত বিরতিহীনভাবে ইভিএমের মাধ্যমে কুষ্টিয়ায় ৬ টি উপজেলায় ভোট গ্রহন অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি আইনশৃংখলা রক্ষাকারী বাহীনীর পাশাপাশি র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের সদস্যরা সাধারন ভোটারদের সার্বিক নিরাপত্তায় বিশেষ ভূমিকা পালন করছেন।
র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খানের নেতৃত্বে র্যাবের ৪ টি ইউনিটে ৮ জন সদস্য ৬ টি উপজেলার ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে টহল টিম দায়িত্ব পালন করে।
ভোট শুরু হওয়ার সময় থেকে ,র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান নিজে প্রতিটি উপজেলার ভোটকেন্দ্র পরিদর্শন করেন এবং টহল বাহিনীর সকল সদস্যদের বিশেষ ভূমিকা পালন করার নির্দেশ দেন। নির্বাচনে র্যাবের এই কঠোর নিরাপত্তা দেখে সাধারন জনগনের র্যাবের প্রতি আস্থা বেড়েছে।