ভুল করে ০১৬১৩৫২৪৫৫২ থেকে আমার নগদ অ্যাকাউন্ট নাম্বার ০১৭৪০২২৫৫৮৮ এ নগদ ২৫ হাজার টাকা চলে আসে৷ টাকাটা আব্দুল হক (ক্ষুদ্র কাপড় ব্যবসায়ী) পিতা-মোহাম্মদ ফরিদ আহমেদ, সাং গাজীপুর বোর্ড বাজার গাজীপুর নগদ এজেন্ট ইয়াসমিন আক্তারকে তার আত্মীয় এর নাম্বার ০১৭৪৭ ২২৫৫৮৮ এ দেওয়ার নগদ পঁচিশ হাজার টাকা বুঝিয়ে দেন৷ ইয়াসমিন আক্তার টাকা পাঠাতে গিয়ে ০১৭৪৭ ২২৫৫৮৮ এর জায়গায় ভুল করে০১৭৪০ ২২৫৫৮৮ টিপে ফেলেন, ফলে ওই ২৫ হাজার টাকা আমার নগদ নাম্বারে চলে আসে৷ আমি হঠাৎ টাকা আসাতে বিস্মিত হই কে আবার টাকা পাঠালো? তখন টাকা পাঠানো নাম্বারে যোগাযোগ করে অাসল ঘটনা জানতে পারি৷ পরে আমি আমার কাছে আসা ওই ২৫ হাজার টাকা প্রকৃত প্রাপক এর নাম্বার ০১৬১৩ ৫২ ৪৫৫৫২ তে ফেরত পাঠিয়ে দেই৷ এতগুলো টাকা আমার কাছ থেকে এভাবে তারা ফেরত পাবেন ভাবতে পারেননি৷ বর্তমানে যেখানে মানুষ প্রতারণা করে বিকাশ /নগদ এর টাকা হাতিয়ে নেয় সেখানে আমি নিজে তাদের খোঁজ করে টাকা ফেরত দেব তা তারা ভাবতে গিয়ে আশ্চর্যান্বিত হয়েছেন৷ টাকা ফেরত পেয়ে তারা বলেন পৃথিবীতে এখনো কিছু ভালো মানুষ আছে তাই আজও পৃথিবী এত সুন্দর৷ তারা আমাকে দুহাত ভরে দোয়া করবেন বলে জানিয়েছেন৷ গতবছর এভাবে নগদ ১৪ হাজার টাকা আমার বিকাশ নাম্বারে এসেছিল, সেটাও আমি প্রকৃতপক্ষে ফিরিয়ে দিয়েছিলাম৷