মোঃ রবিউল ইসলাম হৃদয়ঃ কুষ্টিয়ার আড়ুয়াপাড়ায় সাব্বির আহমেদ (৩৭) নামের এক যুবককে জবাই করে হত্যার ঘটনায় দ্বিতীয় স্ত্রী রোজিনা খাতুন সহ ২ জনের নাম ও অজ্ঞাত কয়েকজনের নামে কুষ্টিয়া মডেল থানায় মামলা দায়ের হয়েছে।
বুধবার (৪ অক্টোবর) নিহত সাব্বিরের বোন রাবেয়া খাতুন বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় হত্যা মামলা দায়ের করেছেন। মামলা নং-২/৪৩১,তারিখ-০৪/১০/২০২২ ইং।
মামলার আসামীরা হলেন কুষ্টিয়া শহরতলীর বাড়াদী উত্তরপাড়া এলাকার মৃত ছানু মালিথার ছেলে আতিউর রহমান @ আতাই (৩০) ও নিহত সাব্বিরের দ্বিতীয় স্ত্রী কুষ্টিয়া শহরতলীর লাহিনী বটতলা এলাকার শামসুলের মেয়ে রজনী খাতুন (২৫)।
মামলা সুত্রে জানা যায়, নিহত সাব্বিরের দ্বিতীয় স্ত্রী রোজিনার সাথে আতাইয়ের অবৈধ পরকিয়া সম্পর্ক ছিল। বিষয়টি সাব্বির জানতে পারায় বাধাগ্রস্ত করার কারনে সাব্বিরের সাথে পারিবারিক ভাবে সামান্য কথা কাটাকাটি হয়।এরই জের ধরে গত ৩ অক্টোবর অনুমানিক ৪ টার সময় উল্লেখিত আসামীরা পূর্ব পরিকল্পিতভাবে সাব্বিরের আড়ুয়াপাড়া ছোট ওয়ার্লেস গেট সংলগ্ন নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় তার তাকে গলা কেটে হত্যা করে।
কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন খান জানান, স্ত্রী কতৃক স্বামীকে গলা কেটে হত্যার ঘটনায় মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারের জন্য পুলিশ চেষ্টা চালাচ্ছে।