শিরোনামঃ
ঝিকরগাছায় দাখিল পরিক্ষার্থীদের বিদায় ও মরনোত্তর গুনিজন সংবর্ধনা শার্শার গোগায় ১৩টি সোনার বিস্কুটসহ পাচারকারী আটক। কুষ্টিয়ায় স্বেচ্ছাসেবক লীগের বর্ধিতসভা ও সদস্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন। দৌলতপুরের লালনগরে অগ্নিকাণ্ড একটি পরিবার নিঃস্ব শার্শার বাগআঁচড়া ইউঃ মাঃবিঃয়ের স্বাধীনতা দিবস ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত। খানসামায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অবশেষে এমপির পক্ষের কর্মসূচি প্রত্যাহার, চেয়ারম্যান পক্ষের শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত দিনাজপুর রংপুর মহাসড়কে অযান্ত্রিক যান চলাচল বন্ধে দশমাইল হাইওয়ে পুলিশের অভিযান। শার্শা বাগআঁচড়া সাতমাইল সরঃপ্রাথঃবিঃয়ের স্কুল মিল প্রকল্পের শুভ উদ্বোধন ও মা সমাবেশ অনুষ্ঠিত। রাজিবপুরে অসহায় ও দরিদ্রদের মাঝে সওয়াবের এক হাজার ইফতার সামগ্রী বিতরণ।

কুষ্টিয়া মডেল থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার খাইরুল আলম

ভারপ্রাপ্ত সম্পাদকঃ রবিউল ইসলাম(হৃদয়)
  • আপডেটের সময়। মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২

মোঃ রবিউল ইসলাম হৃদয়ঃ কুষ্টিয়া মডেল থানার আইনশৃংখলার পরিস্থিতি জানতে আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার খাইরুল আলম।

মঙ্গলবার (৪ অক্টোবর, ২০২২) দুপুর ১টা ৫০ মিনিটের সময় কুষ্টিয়া পুলিশ সুপার মোঃ খাইরুল আলম মডেল থানা আকস্মিক পরিদর্শন করেন।
পরিদর্শন কালে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু রাসেল ও অফিসার ইনচার্জ কুষ্টিয়া মডেল থানা মোঃ দেলোয়ার হোসেন খাঁন উপস্থিত ছিলেন।তিনি এ সময় থানার গুরুত্বপূর্ণ রেজিস্টার সমূহ পর্যালোচনা করেন এবং সংশ্লিষ্ট অফিসারদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

কুষ্টিয়া মডেল থানায় উপস্থিত অফিসার ও ফোর্সের উদ্দেশ্যে পুলিশ সুপার এ সময় বলেন, শারদীয় দুর্গাপূজা চলমান আছে; আজ মহানবমী’র দিন ; ফলে হিন্দু সম্প্রদায়ের লোকজন তাদের ধর্মীয় কার্যক্রম পালনসহ আনন্দ উদযাপন করবেন। কুষ্টিয়া মডেল থানাধীন যে ৫৬ টি পূজা মন্ডপ আছে সেখানকার লোকজন যেন নির্বিঘ্নে শারদীয় দুর্গাপূজা উদযাপন করতে পারে এবং বিসর্জন কার্যক্রমও যেন ভালভাবে হয়, সেই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য কুষ্টিয়া মডেল থানার সকল বিট অফিসার, ইন্সপেক্টর তদন্ত, অফিসার ইনচার্জ এবং সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারকে নির্দেশনা প্রদান করেন। তিনি কুষ্টিয়া মডেল থানাধীন কোন এলাকায় অপরাধের ঘটনা ঘটলেই বা অপরাধ সংগঠিত হলেই দ্রুত সময়ের মধ্যে পুলিশের মোবাইল টিম পাঠিয়ে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণসহ আসামী গ্রেফতার ও তদন্ত কার্যক্রম ভালোভাবে সম্পূর্ণ করার জন্য সংশ্লিষ্ট সকল অফিসারদের নির্দেশনা প্রদান করেন।

পুলিশ সুপার আরোও বলেন, থানায় কোন অভিযোগ নিয়ে আসা বাদী বা ভিকটিমের বক্তব্য গভীর মনোযোগ সহকারে শুনার জন্য ডিউটি অফিসারকে নির্দেশ প্রদান করেন। জনগণের সাথে ভাল ব্যবহার এবং পুলিশের ভাবমূর্তি বৃদ্ধির জন্য সব সময় তৎপর থাকার ব্যাপারে কুষ্টিয়া পুলিশ সুপার খাইরুল আলম সকল পুলিশ সদস্যদের নির্দেশনা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া মডেল থানার ইন্সপেক্টর তদন্তমোঃ জহুরুল ইসলাম,এসআই মাহমুদুজ্জামান, সেকেন্ড অফিসার, ডিউটি অফিসারের দায়িত্বে নিযুক্ত সাব – ইন্সপেক্টর মোঃ আব্দুল কাদেরসহ কুষ্টিয়া মডেল থানায় উপস্থিত অন্যান্য পদমর্যাদার অফিসার ও ফোর্স।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর