জোহরা সালামের গল্পসংগ্রহ প্রকাশ, অমর একুশে গ্রন্থমেলা গল্পসংগ্রহ দশটি গল্পসমগ্র নিয়ে বইটির প্রকাশনা হয় , প্রকাশিত হয় প্রথম প্রকাশ অমর একুশে গ্রন্থমেলা ২০২২ গল্পসংগ্রহ এর লেখিকা জোহরা সালাম, এছাড়াও তিনি গল্প প্রবন্ধকার লেখালেখির মধ্যে দিয়ে তার মনের ভাব প্রকাশ করে আসছেন বহুদিন ধরে তারই ধারাবাহিকতায় তিনি ছোটদের সহ বই বিচিত্রা সহ গল্প সমগ্র তৈরি করেছেন, আগামি দিনে দেশ ও বিভিন্ন বিষয় এর উপর বাস্তবের সম্মুখীন নিয়ে আরও কিছু লেখালেখি শুরু করেছেন, বিভিন্ন সচেতন মহল সহ লেখক পাঠকবৃন্দ লেখিকা সহ শিশুদের নিয়ে লেখাগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপচারিতায় এসেছেন লেখিকা জোহরা সালাম, সুশীল সমাজের মহল মনে করেন তারই লেখালেখি ও গল্প ছড়া সহ বিভিন্ন বিষয় এর বাস্তবতার রুপ রেখায় বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করেন।