সংবাদ প্রকাশের জেরে কুষ্টিয়ায় এক সাংবাদিকের উপর হামলার ঘটনা ঘটেছে। শনিবার (১ অক্টোবর) রাতে কুষ্টিয়া শহরের মজমপুর গেটে এ ঘটনা ঘটে। হামলার শিকার আরিফ বিল্লাহ অন্নম দৈনিক সূত্রপাত পত্রিকার ক্রাইম রিপোর্টার। এ ব্যাপারে হামলাকারীদের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় এজাহার দায়ের করেছেন আরিফ বিল্লাহ অন্নম।
এজাহার সূত্রে জানা যায়, শনিবার (১ অক্টোবর) রাতে পেশাগত কাজ শেষে কুষ্টিয়া শহরের মজমপুর গেটে সুমনের চায়ের দোকানে চা পান করছিল সাংবাদিক আরিফ বিল্লাহ অন্নম ও তার ভাই মাসুম। এসময় কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকার ইমদাদের ছেলে জয় (২৬) ও মজমপুর এলাকার সংগ্রাম (২৫) এর নেতৃত্বে ২০-২৫ জনের চিহ্নিত কিশোরগ্যাং সাংবাদিক অন্নমের উপর অতর্কিত হামলা চালায়। এসময় হামলাকারী কিশোরগ্যাং এর সদস্যরা বলে, ‘তুই আমাদের নামে নিউজ করেছিস, আজ তোকে পেয়েছি’। এসময় জয় তার বাহিনীর অন্যদের হুকুম দেয়, ‘অন্নমকে খুন করে ফেল’। জয় ও সংগ্রাম ছাড়াও হামলায় অংশ নেয় মজপুর এলাকার রিফাত (২৫), কুমারখালী আলাউদ্দিন নগর এলাকার বদরুল ইসলামের ছেলে সোহান (২২), মজমপুর এলাকার অয়ন (২২), উচ্ছাস (২৩), মারুফ (২৩), হাটশ হরিপুরের ফারুকের ছেলে অনিক (২২) সহ অজ্ঞাত আরো ১০-১৫ জন।
হামলাকারীরা হামলার সময় লোহার রড, হাতুড়ি সহ বিভিন্ন দেশীয় অস্ত্র ব্যবহার করে। তাদের হামলায় গুরুত্বর জখম হয় সাংবাদিক আরিফ বিল্লাহ অন্নম ও তার ভাই মাসুম। পরে ঘটনাস্থলে স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে