ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পালন করা হয়েছে।
এ উপলক্ষে আজ বুধবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১২.৩০ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে কেক কাটা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড.মাহবুবুল আরফিন এবং সহকারী প্রক্টর ও ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক মোঃশরিফুল ইসলাম জুয়েল।
আরও উপস্থিত ছিলেন ইবি শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় সহ একাধিক নেতাকর্মী এবং হলের আবাসিক শিক্ষার্থীবৃন্দ।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হল প্রভোস্ট এবং ব্যাবস্থাপনা বিভাগের অধ্যাপক ড.মাহবুবুল আরফিন বলেন,আজকের এই দিনে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ৭৬ তম শুভ জন্মদিন, এই শুভ জন্মদিনে আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। সেই সাথে উনি দেশকে নেতৃত্ব দিয়ে যেভাবে উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছেন এই উন্নয়নের পথ যেন আরও মসৃন হয় এবং সুন্দর ভাবে দেশকে পরিচালিত করতে পারেন।
উল্লেখ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বিভিন্ন আয়োজন করে ইবি শাখা ছাত্রলীগ। আজ বুধবার বেলা ১১ টায় বর্ণাঢ্য র্যালী বের করে শাখা ছাত্রলীগ এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ছাত্রলীগের দলীয় টেন্টে এসে শেষ হয়। এরপর কেক কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন করা হয় এবং বিকালে বৃক্ষরোপন কর্মসূচি ও তারা পালন করেন।