শারফু ইসলামঃ কুষ্টিয়া, ২৭ সেপ্টেম্বর’ ২০২২\ ‘শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ এই স্লোগানে কুষ্টিয়া সরকারী সেন্ট্রাল কলেজে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীন-বরন ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা এবং পুরুস্কার বিতরন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে কলেজ চত্তরে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. আহসান হাবিব। কুষ্টিয়া সরকারী সেন্ট্রাল কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আজমল গণির সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুষ্টিয়া নাগরিক কমিটির সভাপতি ও কুষ্টিয়া মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডাঃ এসএম মুসতানজীদ, সাধারন সম্পাদক ও কুষ্টিয়া ইসলামী বিশ^বিদ্যালয়ের সাবেক ট্রেজারার অধ্যাপক ড. সেলিম তোহা, যুগ্ম-সাধারন সম্পাদক ও সনো হাসপাতাল প্রাইভেট লিমেটেড এবং সনো ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক সামসুল ওয়াসে, কুষ্টিয়া সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর শিশির কুমার রায় প্রমূখ। অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্যাটাগরিতে শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার বিতরন করেন অতিথিরা।। এসময় বিভিন্ন কলেজের প্রধানগনসহ অত্র কলেজের শিক্ষক/শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এর আগে করোনায় আক্রান্ত আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক ও কুষ্টিয়া সদর আসনের সংসদ সদস্য জননেতা মাহবুবউল আলম হানিফের করোনা থেকে মুক্তি কামনায় দোয়া করা হয়।