২৬/৯/২০২২ইং আজ সোমবার কুষ্টিয়া দৌলতপুরে ২০ বোতল ফেনসিডিল ও পাখি ভ্যান সহ রিপন মন্ডল (৩২) নামে এক মাদক ব্যবসায় আটক করে দৌলতপুর থানা পুলিশ। আটককৃত হলেন দৌলতপুর উপজেলার মহিষকুন্ডি পাকুড়িয়া গ্রামের মোঃ নিহাজ মন্ডলে ছেলে রিপন মন্ডল। মাদক ব্যবসায় রিপন পাখি ভ্যান যোগে ২০ বোতল ফেনসিডিল সহ, মহিষকুন্ডি পাকুড়িয়া থেকে ভেড়ামারা উদ্দেশ্য রওনা হলে,গোপন সংবাদে ভিত্তিতে দৌলতপুর থানার (ওসি) মজিবর রহমান এর নির্দেশে, সোমবার সকাল ৮ টার সময় এস আই, সেলিম সঙ্গে ফোর্স নিয়ে আল্লারদর্গা হলুদবাড়ি মোড় নামক স্থানে অবস্থান করিলে মাদক ব্যবসায় রিপন পাখি ভ্যান থেকে ঝাপিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় এস আই সেলিম দৌড়ে মাদক ব্যবসায় রিপন মন্ডলকে আটক করে, দৌলতপুর থানায় নিয়ে যায়।
এ বিষয়ে দৌলতপুর থানার ওসি মুজিবুর রহমান বলেন, আমি সবেমাত্র এখানে জয়েন করেছি একটি গোপন সংবাদের ভিত্তিতে ২০ বোতল ফেনসিডিলসহ একজনকে আটক করেছি।