মোঃ রবিউল ইসলাম হৃদয়ঃ রাজবাড়ীতে মুজিব শতবর্ষ উপলক্ষে রেলের উন্নয়ন কাজে বাধা দেওয়া ও বাংলাদেশ রেলওয়ে রাজবাড়ী জেলা শাখার সহকারী নির্বাহী প্রকৌশলী গৌতম কুমারের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) বেলা ১২ টার সময় শাটেল ট্রেন ও দুপুর দেড়টার সময় মধুমতি এক্সপ্রেস ট্রেন থামিয়ে কয়েক মিনিট ট্রেন চলাচল বন্ধ রেখে সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করেন কুষ্টিয়া রেলওয়ের কর্মচারীবৃন্দরা।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ রেলওয়ে শ্রমিকলীগের কুষ্টিয়া জেলা শাখার সভাপতি সেলিম উদ্দিন,সাধারন সম্পাদক জিয়াউর রহমান,সাংগঠনিক সম্পাদক আরিফ সহ রেলওয়ে শ্রমিকলীগের কুষ্টিয়া জেলা শাখার সকল নেতৃবৃন্দরা।
সমাবেশে উপস্থিতি নেতাকর্মীরা বক্তব্যে বলেন,রাজবাড়ীতে সন্ত্রাসীদের হামলায় লাঞ্চিত হয়েছে রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলীগৌতম কুমার। যারা এই সন্ত্রাসী হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধে মামলা হলেও এখনো কাউকে গ্রেফতার করেনি পুলিশ।আসামীদের দ্রুত গ্রেফতার না করলে এর চাইতেও কঠোর আন্দোলন করবে শ্রমিকেরা।