মোঃ রবিউল ইসলাম হৃদয়ঃ কুষ্টিয়া জেলা ডিবি পুলিশের বিশেষ অভিযানে প্রায় ১ বছর পর শহরের আড়ুয়াপাড়ায় আইকা সংঘ পূজামণ্ডপে প্রতিমা ভাঙচুরের ঘটনার সাথে জড়িত পলাতক আসামী রাকিব হোসেন (২৮) নামের এক যুবক গ্রেফতার হয়েছে৷
সোমবার (২৯ আগস্ট) কুষ্টিয়া ডিবি পুলিশের ওসি নাসির উদ্দিনের নেতৃত্বে রাজধানী ঢাকার একটি আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গ্রেফতারকৃত আসামি কুষ্টিয়া পৌরসভার ৮নং ওয়ার্ডের রবিউল ইসলামের ছেলে রাকিব।
পুলিশ সুত্রে জানা যায়, গত বছর ২০২১ সালের
২২ সেপ্টেম্বর কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া আইকা সংঘ পূজামণ্ডপে গভীর রাতে প্রতিমা ভাঙচুর করে দুর্বৃত্তরা। বিষয়টি নিয়ে গোয়েন্দা পুলিশ সিসি টিভি ফুটেজের মাধ্যমে একজনকে সনাক্ত করে। পরে পুলিশ বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় অজ্ঞাতনামা একটি মামলা দায়ের করে। কুষ্টিয়া মডেল থানার মামলা নং ৩১, জিআর- ৪৩৬/২১ তারিখঃ ২২/০৯/২০২১ ধারা :২৯৫ পেনাল কোড। পুলিশ দীর্ঘ দিন মামলার সুত্র ধরে গোয়েন্দা নজরদারি বাড়ালেও আসামী পলাতক থাকার কারনে গ্রেফতার করতে পারেনি। পরে প্রায় ১ বছর পর কুষ্টিয়া ডিবি পুলিশ অভিযান করে ঘটনার সাথে জড়িত মূলহোতা রাকিবকে গ্রেফতার করতে সক্ষম হয়৷
বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) নাছির উদ্দিন জানান,
কুষ্টিয়ায় আইকা সংঘের প্রতিমা ভাঙচুরের ঘটনায় সিসি ফুটেজ দেখে জড়িত একজনকে শনাক্ত করে গত কাল ঢাকার একটি আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তবে সে দীর্ঘদিন পলাতক ছিল। ঢাকাসহ কয়েকটি জায়গায় তাকে ধরতে এর আগেও অনেক বার অভিযান চালানো হয়েছিলো। এইবার অভিযানে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি।