সাকিব আবিরঃ কুষ্টিয়া পৌরসভার ২১ নং ওয়ার্ডে লাহিনী নিরব কষ্ট ও প্রবাসী জনকল্যাণমুখী ফাউন্ডেশনের উদ্যোগে মরহুম সাবেক কাউন্সিলর ইসলাম, আসাদ ও মুজাম স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে।
(২৬ আগষ্ট) শুক্রবার বিকেলে লাহিনী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
উক্ত খেলায় উপস্থিত ছিলেন কুষ্টিয়া পৌরসভার ১২ নং ওয়ার্ড কাউন্সিল মো.আনিছুর রহমান, লাহিনী বটতলা জামে মসজিদের সাবেক ইমাম মো.আব্দুস সামাদ, বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক হাজী মোঃ রবিদুল ইসলাম , লাহিনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.নজরুল ইসলাম, সাবেক মেম্বার মো.আয়ুব আলী,লাহিনী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আরিফুল ইসলাম,
এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা।
বিশেষ দ্রষ্টব্য ঃলাহিনি নিরব কষ্ট ও প্রবাসী জনকল্যাণ মূখী ফাউন্ডেশনের
মুূল কাজ হলো এলাকার গরিব অসহায় মানুষ কে সাবলম্বি করে তোলা! রক্ত দান চিকিৎসা সেবা
আর্থিক সহয়তা করা এতি মধ্যে এলাকার অনেক অসহায় মানুষ কে দোকান কোরে দেওয়া হয়েছে
চিকিৎসার খরচ দেওয়া হয়েছে অনেক গরিব অসহায় মানুষের মেয়ের বিয়ের খরচ দেওয়া এবং
প্রতি নিয়ত রক্তদান কর্মসূচি
চালে আছে তাছারা কেও যাদি সাহায্য দিতে চাই দিতে পারবেন
কারোর লাহিনি এলাকার কারোর কোনো সাহায্য লাগলে ফোনে অথবা সরাসরি যোগাযোগ কোরতে পারেন
এতিমদের জন্য লাহিনি নিরব কষ্ট ও প্রবাসী জনকল্যান মূখী ফাউন্ডেশন কাজ কোরে চলেছে