তবুও কি ভাঙবে না ঘুম,
সহকর্মীর লাশ রেখে
চলছে দেন দরবারের ধূম।
সব মাথা কেনা যায় না,
হাট বাজারের ভীড়ে
সব মানুষকে চেনা যায় না।
খবরের অতন্দ্র প্রহরী,
রুবেলের হন্তারকের
বিচার আজ সবচে জরুরী।
যে বিচারহীনতায় নিরাপদ নয় কেউ,
পদ্মা মেঘনা যমুনা রুপসা তিস্তা গড়াই
দেশের সর্বত্রে আজ প্রতিবাদের ঢেউ।
নিহত সহযাত্রীর অন্তরাত্মা কাঁদে,
কাঁদে নিভৃতে বিচারের বাণী
যে শোকের পাথর গণমাধ্যমের কাঁধে।
শান্ত হবে না উত্তাল নদী,
কোনদিন থামবে না ঢেউ
সংগ্রাম চলবেই নিরবধি।
কবি রাশেদুল ইসলাম বিপ্লব
সভাপতি-কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি
ও সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়া।