কুষ্টিয়ার শহরে পরকীয়া সম্পর্কের জেরে ব্যবসায়ী আবুল কাশেমকে (৪৫) ছুরিকাঘাতে হত্যা মামলার ফাঁসির দন্ডপ্রাপ্ত পলাতক আসামি আজাদ হোসেন আদালতে আত্মসমর্পণ করেছেন।
সোমবার (২২ আগস্ট) আজাদ আত্মসমর্পণ করলে কুষ্টিয়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অনুপ কুমার নন্দী।
আত্মসমর্পণকারী ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামি আজাদ হোসেন কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া এলাকার দুই নম্বর মসজিদ গলি লেনের স্কুলের পিছনের মৃত জহির উদ্দিনের ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতা ও পরকীয়া সম্পর্কের জেরে ২০১৪ সালের ১৪ আগস্ট রাত ৯টা ৪৫মিনিটের দিকে কুষ্টিয়া শহরের এনএস রোডের ফাস্টফুড ব্যবসায়ী আবুল কাশেমকে আসামিরা ছুরিকাঘাতে হত্যা করে। ফাস্টফুডের দোকান বন্ধ করে থানাপাড়ায় বাড়িতে ফেরার পথে কুতুবউদ্দিন লেনে পরিকল্পিত হত্যার শিকার হন আবুল কাশেম। নিহতের স্ত্রীর সাথে ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামি আজাদ হোসেনের পরকীয়া সম্পর্ক ছিল। এ ঘটনার পরেরদিন নিহতের ছেলে ইফতেখার আহম্মেদ নাঈম বাদি হয়ে আসামিদের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় একটি মামলা করেন।
মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা আসামিদের বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এরপর আদালত এ মামলায় সাক্ষ্য প্রমাণ শেষে গত ২১ জুলাই আসামি আদাজকে ফাঁসি ও মিন্টুকে যাবজ্জীবন কারাদন্ড দেন। সেই সঙ্গে দুজনকেই ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। রায় ঘোষণার সময় মিন্টু আদালতে উপস্থিত ছিলেন এবং আজাদ পলাতক ছিলেন। পলাতক আসামি আজাদ সোমবার আদালতে আত্মসমর্পণ করেন।
আদালতের পিপি অনুপ কুমার নন্দী বলেন, ব্যবসায়ী কাশেম হত্যা মামলায় ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামি আজাদ আত্মসমর্পণ করেছেন। তাকে পুলিশ পাহারায় জেলা কারাগারে পাঠানো হয়।