কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়ন আতাউল ইসলাম (৪৮), পিতা- মৃত হায়াত আলীর ছেলে আজ কুমারখালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
তিনি সাংবাদিকদের বলেন, আমার পৈত্রিক সূত্রের সম্পত্তি। বিবাদী-১। মোঃ আজিমুদ্দিন (৪৫), ২। মোঃ নাজিমুদ্দিন (৪০), ৩। মোঃ জসিম হোসেন (৩৫), ৪। মোঃ ওয়াসিম হোসেন (৩৩), কুমারখালী কয়া ইউনিয়ন গোটিয়া গ্রামের উভয় পিতা-মৃত আতিয়ার রহমানের ছেলেরা আমাদের জমি জোর পূর্বক দখল কারার চেষ্টা করছে। এই জমি নিয়ে কুষ্টিয়া,কুমারখালী সহকারী জজ আদালতে একটি দেউয়ানি মামলা দায়ের করা আছে। যার মামলা নং- ২০৫/২০২২। আদালত থেকে আমাদের জমিতে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি রয়েছে।গত বৃহস্পতিবার ইং ১৮/০৮/২০২২ তারিখ সকাল অনুমান ৯.৩০ সময় আদালতের আদেশ। অমান্য করে বিবাদীগন আমার জমি দখলের উদ্দেশ্যে উক্ত জমির উপর এসে ইট, বালু, সিমেন্ট দ্বারা বিল্ডিং ঘর তৈরির নির্মাণ কাজ শুরু করে। আমি ঘটনা শুনে ছুটে গিয়ে কাজ করিতে বারণ করলে বিবাদীগন আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং বিভিন্ন প্রকার হুমকি ভয়-ভীতি দেখাই। আমি তবুও বাধা প্রদান করার চেষ্টা করলে আমাকে মারমুখি আচরণ করে । তখন আমি জীবন বাঁচানোর তাগিদে পালিয়ে আসি এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল বলে কুমারখালি থানায় একটি অভিযোগ করি, প্রশাসনের কাছে আমার একটাই দাবী যাতে আমি যেন সঠিক বিচার পাই।
এ বিষয়ে কুমারখালী ওসি বলেন,আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত করে সঠিক ব্যবস্থা নেয়া হবে।