বাবা’ এমন একটা শব্দ যেটা নিয়ে বলার বা লেখার ভাষা আমার নেই। বা যা লিখব তা অনেক কম হয়ে যাবে, বা সবকিছু ভাষায় প্রকাশ করতে পারবো না। আমরা মনে করি যে, আমাদের জীবনে যাদের বাবা এবং মা আছে তারা খুবই ভাগ্যবান এবং এমন অনেক লোক রয়েছে যাদের এই মুহূর্তে তাদের জীবনে বাবা নেই। আমি তাদেরই কাতারের একজন।
আমার বাবা আমার সেরা বন্ধু এবং সর্বশ্রেষ্ঠ রোল মডেল ছিলেন। তিনি ছিলেন এককথায় একজন আশ্চর্যজনক বাবা, সু-পরামর্শদাতা, দুর্দান্ত সৈনিক, পরোপকারী বন্ধু ও একজন নিষ্ঠাবান পরহেজগার মানুষ। আমার জানা মতে, তাঁর কাছ থেকে কেহই খালি হাতে ফিরে যায় নাই। সে একটা কথা আমাকে প্রায়ই বলতেন, বাবা কারোর উপকার যদি কখনো না করতে পারো, তাহলেও তাকে ছেড়ে যেও না। তাকে সর্বদা সাহস যোগান দাও। কারণ, আল্লাহ না করুক ওই জায়গায় একদিন তুমিও দাঁড়াতে পারো।
গত ২০/০৮/২০১৯ ইং তারিখে আমাকে এতিম করে মহান রব্বুল আলামীনের ডাকে সাড়া দিয়ে আমার আব্বা ইহলোক ত্যাগ করেছেন। মহান আল্লাহ পাক যেন আমার আব্বাকে জান্নাতুল ফেরদৌসের উন্নতম স্হাণ দান করুন।
আমিন।