ইসলামী বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাস ও জঙ্গিবাদ মূলোৎপাটনের দাবিতে বুধবার (১৭ আগষ্ট) কালো পতাকা কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।আজ দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জানা যায়,২০০৫ সালে ১৭ আগস্ট বিএনপি জোট সরকারের শাসনামলে দেশব্যাপী বোমা হামলা সংগঠিত হয়। সে সংঘটিত ঘটনার প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ এ প্রতিবাদ জানান। এ সময় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মী ও বিভিন্ন হলসমূহের নেতৃত্ববৃন্দ অংশগ্রহণ করেন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ও তারেক জিয়ার বিরুদ্ধে শ্লোগানে শ্লোগানে কটূক্তি করা হয়। এছাড়াও তারেক জিয়াকে চোর হিসেবে অখ্যায়িত করা হয়।
এ মিছিলে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের টেণ্ড থেকে এ মিছিল বের হয় এবং বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মুজিব চত্বর হয়ে প্রধান ফটক প্রদক্ষিণ করে আবারো ছাত্রলীগ টেণ্ডে এসে মিছিলটির সমাপ্তি হয়। এছাড়া এই বিক্ষোভ মিছিলে সহ-সভাপতি তন্ময় সাহা টনি, আল-মামুন, মোদাচ্ছির খালেক ধ্রুব, আরিফুল ইসলাম খান, নাইমুর রহমান জয়, বনি আমিন, মৃদুল হাসান রাব্বি, সানজিদা চৌধুরী অন্তরা উপস্থিত ছিলেন।
এছাড়াও যুগ্ম সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম, সারোয়ার জাহান শিশির ও সাংগঠনিক সম্পাদক সোহাগ শেখ সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে, ইবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় বলেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলায় সন্ত্রাস ও জঙ্গিবাদের কোন ঠাঁই নাই। ১৭ আগস্ট ২০০৫ সালে বিএনপি সরকারের প্রত্যক্ষ মদদে যে নারকীয় ভয়াবহতা চালিয়েছে, তার প্রেক্ষিতে ইবি ছাত্রলীগ তৎকালীন সরকার প্রধান খালেদা জিয়া এবং কুপুত্র তারেক জিয়ার কঠিন শাস্তি দাবি করে।