কুষ্টিয়া র্যাবের অভিযানে ২৯২ গ্রাম হেরোইন সহ
মোঃ হাসান (২০) নামের মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।
জানা যায়, র্যাব-১২, সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এর নেতৃত্বে র্যাবের একটি চৌকষ আভিযানিক দল ১৩ আগষ্ট দুপুর আনুমানিক সাড়ে ১২ টার সময় কুষ্টিয়া জেলার কুমারখালী থানাধীন বঙ্গবন্ধু চত্বরের পাশে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২৯২ গ্রাম হেরোইন, যাহার আনুমানিক মূল্য ২৯,২০,০০০/- (ঊনত্রিশ লক্ষ বিশ হাজার টাকা) সহ মাদক ব্যবসায়ী রাজশাহী জেলার মতিহার থানাধীন ধরমপুর এলাকার আশরাফ আলীর ছেলে
মোঃ হাসান (২০) কে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে ধৃত আসামীর বিরুদ্ধে কুষ্টিয়া জেলার কুমারখালী থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত আলামতসহ ধৃত আসামীকে কুষ্টিয়া জেলার কুমারখালী থানায় সোপর্দ করা হয়েছে।