ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শেখ রাসেল হলে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ আগস্ট) রাত ৮ টার দিকে ইবি শাখা ছাত্রলীগের উদ্যোগে হলের টিভি কক্ষে এটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ইবি শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ রাসেল হলের প্রভোস্ট এবং অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. দেবাশীষ শর্মা।এছাড়াও উপস্থিত ছিলেন শেখ রাসেল হলের আবাসিক শিক্ষক লিটন বরণ সিকদার।
ইবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে ইবি শাখা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক এবং পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ড.সাজ্জাদ হোসেন বলেন,‘ছাত্রলীগ যারা আছে তাদের প্রতি আমার নির্দেশ হলো, তারা ভালোভাবে লেখাপড়া করে দেশের গুরুত্বপূর্ণ পদগুলোতে নিজেদের অবস্থান নিশ্চিত করবে।’ এছাড়া বঙ্গবন্ধু সম্পর্কে জানার জন্য বঙ্গবন্ধুর লেখা বই, অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা, আমার দেখা নয়াচীনের উপর ইবি শাখা ছাত্রলীগের একটি প্রতিযোগিতা আয়োজনের আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. দেবাশীষ শর্মা বলেন, ‘আমরা এমন ছাত্রলীগ চাই, যাঁরা ছাত্রলীগ করবে, সেই সাথে লেখাপড়া ও করবে। তারা মাদক থেকে দূরে থাকবে। যারা ক্যাম্পাসে মাদক গ্রহণ করে তাদেরকে চিহ্নিত করে, মাদক থেকে দূরে রাখার চেষ্টা করবে।’
আলোচনা সভা শেষে ১৫ আগস্টে নিহত ও ২১ আগস্টের গ্রেনেড হামলায় নিহত সকলের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সর্বোপরি দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়।