নিখোঁজের দুইদিন পর কুষ্টিয়ার ভেড়ামারা থেকে রক্সি পেন্টের এরিয়া ম্যানেজার লোকমান হোসেনের (৩৬} বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে ভেড়ামারা পাইলট হাইস্কুলের গলি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত লোকমান হোসেন বাগের হাট জেলার সাইদুর রহমানের ছেলে। সে রং কোম্পানি রক্সি পেন্টের কুষ্টিয়া এরিয়া ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন এবং কুষ্টিয়া শহরের চৌরহাঁস মোড় এলাকায় বসবাস করতেন।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, ১ জুলাই দুপুরে রক্সি পেন্টের এরিয়া ম্যানেজার লোকমান হোসেন ভেড়ামারা শহর থেকে নিখোঁজ হন। কোথাও তাকে খুজে না পেয়ে সন্ধার পর তার স্ত্রী জিনাত আরা টুম্পা থানায় একটি সাধারন ডায়েরি করলে তাকে উদ্ধারে সবধরনের চেষ্টা করতে থাকে পুলিশ। আজ সকালে স্থানীয়রা ভেড়ামারা পাইলট হাইস্কুলের গলিতে বস্তাবন্ধী লাশ দেখে থানায় খবর দিলে ভেড়ামারা থানা পুলিশ লোকমানের মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে ওসি জানান নিহতের লাশ ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে আমরা বিষয়টি খতিয়ে দেখছি কে বা কারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আছে।